এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিজেপির গড়ে হিসেব উল্টে দিতে এখন থেকেই প্রার্থী বাছাইয়ের গোপন সমীক্ষা শুরু করে দিল টিম পিকে

বিজেপির গড়ে হিসেব উল্টে দিতে এখন থেকেই প্রার্থী বাছাইয়ের গোপন সমীক্ষা শুরু করে দিল টিম পিকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। তার আগে এখন আগামী নির্বাচনের আগে সংগঠনকে শক্তিশালী করতে তৎপর ঘাসফুল শিবির। ইতিমধ্যেই পিকের টিম দক্ষিণ দিনাজপুর জেলায় সমীক্ষা করতে শুরু করেছে। শুধু তৃণমূল নয়, সাধারণ মানুষ এবং বিরোধী দল বিজেপির কাছে গিয়েও মতামত নিচ্ছে টিম পিকে। অর্থাৎ আগামী দিনে দক্ষিণ দিনাজপুর জেলায় তৃণমূল কংগ্রেস যাতে 6 টি আসনের মধ্যে 6 টি আসন দখল করতে পারে, তার জন্য এখন থেকেই প্রশান্ত কিশোরের টিম নানা সমীক্ষা করতে শুরু করেছে।

এক্ষেত্রে তাদের মূল প্রাধান্য দেওয়ার বিষয় হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার ছয়টি বিধানসভা কেন্দ্রে কাকে প্রার্থী করলে ভালো ফল করবে! আর সেই কারণেই সাধারন মানুষের মতামত নিতে শুরু করেছে প্রশান্ত কিশোরের টিম বলে খবর। আসন ধরে ধরে সমীক্ষা করে মানুষের মতামত লিপিবদ্ধ করছে তারা। যা তৃনমূল শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছে যাবে বলেই মনে করছেন একাংশ। আর তার ভিত্তিতেই আগামী দিনে দক্ষিণ দিনাজপুর জেলায় বিধানসভা নির্বাচনে প্রার্থী বাছাই করবে তৃণমূল নেতৃত্ব বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

তবে প্রশান্ত কিশোরের টিম নিজেদের মতো করে সমীক্ষা করলেও, এই গোটা ব্যাপারে অন্ধকারে রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল নেতৃত্ব। এদিন প্রশান্ত কিশোরের টিমের এই কার্যকলাপ নিয়ে প্রশ্ন করা হলে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি গৌতম দাস বলেন, “পিকের টিম একটা এজেন্সি। তারা তাদের মত করে কাজ করে। দলের কাজকর্মের সঙ্গে তাদের কোথাও সম্পর্ক নেই। পিকের টিম জেলায় কোথায় কি করছে, সেই ব্যাপারে আমার কিছু জানা নেই।” এদিকে এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের কো অর্ডিনেটর ললিতা টিগ্গা বলেন, “শুনেছি জেলায় একটা এই ধরনের সমীক্ষা হচ্ছে। যা কিছু হচ্ছে দলের রাজ্য নেতৃত্বের নির্দেশ মেনেই হচ্ছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে শুধু তৃণমূল কংগ্রেস নয়, বিরোধীদের অনেক কর্মী সমর্থকদের কাছ থেকেও যে মতামত নেওয়া হচ্ছে, তা উঠে এসেছে বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের কথায়। এদিন তিনি বলেন, “শুনেছি একটি টিম আমাদের জেলায় তৃণমূলের প্রার্থী বাছাইয়ের কাজ করছে। আমাদের দলের লোকেদের সঙ্গেও কথা বলছে।” আর এখানেই বিশেষজ্ঞরা বলছেন, বিগত দিনে 2016 থেকে শুরু করে 2019 সাল পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলায় তৃণমূলের ভরাডুবি হয়েছে। উত্থান ঘটেছে ভারতীয় জনতা পার্টির। তাই এমত পরিস্থিতিতে আগামী বিধানসভা নির্বাচনে এই জেলার ছয়টি আসন জয়লাভ করতে গেলে এখন থেকে তৃণমূলকে নিজেদের ঘর গোছাতে হবে।

তাই তৃণমূল যখন নিজেদের সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করছে, ঠিক তখনই প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্ব দিয়ে নিজেদের মতো করে সমীক্ষা করছে প্রশান্ত কিশোরের টিম। যার ভিত্তিতে আগামী দিনে বিধানসভা নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলায় প্রার্থী হতে পারে বলে মনে করা হচ্ছে। এখন প্রশান্ত কিশোরের টিমের এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে দক্ষিণ দিনাজপুর জেলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তৃণমূল নেতৃত্বের কাছে কি রিপোর্ট পৌঁছয় এবং তার ভিত্তিতে তৃণমূল নেতৃত্ব কোনো পদক্ষেপ গ্রহন করে কি না, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!