এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিশিষ্ট সমাজকর্মীর গ্রেপ্তারি নিয়ে ফের বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক মমতা! জেনে নিন

বিশিষ্ট সমাজকর্মীর গ্রেপ্তারি নিয়ে ফের বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক মমতা! জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপির সঙ্গে তার আদায়-কাঁচকলায় সম্পর্ক কারও অজানা নয়। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই ভারতীয় জনতা পার্টির সঙ্গে তৃণমূল কংগ্রেসের দ্বৈরথ আরও বাড়তে শুরু করেছে। রাজ্যের বিভিন্ন ঘটনাকে তুলে ধরে যেমন বিজেপির পক্ষ থেকে তৃণমূলকে চাপে ফেলা হচ্ছে, ঠিক তেমনই অন্যান্য রাজ্য সহ সারা দেশজুড়ে বিজেপি শাসিত রাজ্যগুলোতে কিভাবে অপ্রত্যাশিত ঘটনা ঘটছে, তা নিয়েও মাঝেমধ্যে সরব হতে দেখা যাচ্ছে ঘাসফুল শিবিরকে‌।

আর এই পরিস্থিতিতে নির্বাচনের আগে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের টুলকিট মামলায় ব্যাঙ্গালোর থেকে পরিবেশ এবং সমাজকর্মীদের অভিযোগ গ্রেপ্তার করা নিয়ে রীতিমতো সরব হলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির আইটি সেলের নোংরামো সম্পর্কে অভিযোগ করতে দেখা গেল তাকে‌। স্বাভাবিক ভাবেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে সর্বভারতীয় ক্ষেত্রে একটি তরতাজা বিষয়টি তুলে নিয়ে যেভাবে বিজেপিকে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে রাজ্যজুড়ে।

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি পরিবেশ এবং সমাজকর্মী দিশা রবিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। যেখানে তার বিরুদ্ধে ভারতের অখন্ডতা ও সার্বভৌমত্ব নষ্টের অভিযোগ রয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনার পরেই নানা মহলে তৈরি হয়েছিল প্রশ্ন। আর এবার সরাসরি দিশা রবির গ্রেপ্তারিতে অসন্তোষ প্রকাশ করে বিজেপির অস্বস্তি বাড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

যেখানে নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সকালে খবরটা দেখলাম। সোশ্যাল মিডিয়া এটা নিয়ে নিন্দা হচ্ছে। 21 বছরের মেয়েকে গ্রেপ্তারের ঘটনা নিন্দনীয়। বিজেপি আইটি সেল চূড়ান্ত নোংরামো করছে। তৃণমূলের নাম করে মিথ্যা রটাচ্ছে। ফোন করে বলছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনেককে ফোন করেছে। প্রথমে মিষ্টি কথা বলছে। তারপর তৃণমূলকে গালিগালাজ করছে। সাধারণ মানুষকে অনুরোধ করছি, ফোন ধরবেন না। পুলিশকে বলব, এই ধরনের অভিযোগ যখন আসছে, তখন কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থ্যাৎ দিশা রবির ঘটনা তুলে ধরে যেমন বিজেপিকে কোণঠাসা করার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তেমনই তার রাজ্যেও এই ধরনের চেষ্টা করা হচ্ছে বলে বিজেপি আইটি সেলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করতে দেখা গেল তাকে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপির বিরুদ্ধে এই ধরনের ক্ষোভ যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না।

একাংশ বলতে শুরু করেছেন, এবারের নির্বাচনে প্রধান লড়াই হতে চলেছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে। সেদিক থেকে একের পর এক দলবদল সহ একাধিক ঘটনার মূল কংগ্রেস এমনিতেই চাপে রয়েছে। প্রতিনিয়ত রাজ্যে বিজেপির কেন্দ্রীয় স্তরের হাইপ্রোফাইল নেতারা এসে ঘাসফুল শিবিরের বিরম্বনা বাড়িয়ে দিচ্ছেন।

আর এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে যখন বিজেপি তৃণমূলকে কটাক্ষ করছে, তখন পাল্টা সর্বভারতীয় ক্ষেত্রে এই বিষয়টি তুলে ধরে সেই বিজেপিকে চাপে ফেলে দেওয়ার চেষ্টা করলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিজেপি আইটি সেলের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের অভিযোগ করলেও, তা শেষ পর্যন্ত কতটা কার্যকরী হয় এবং এর ফলে বিজেপি কতটা চাপে পড়ে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!