এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > করোনা সামাল দিতে কি এবার লকডাউন? ক্রমশ করোনা আতঙ্ক চেপে বসছে রাজ্যে

করোনা সামাল দিতে কি এবার লকডাউন? ক্রমশ করোনা আতঙ্ক চেপে বসছে রাজ্যে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ ধাক্কা দিয়েছে। প্রায় প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে এ রাজ্যেও। রাজ্যজুড়ে ইতিমধ্যেই চলছে নির্বাচনী প্রচার। এই পরিস্থিতিতে রাজ্যে নিত্যদিন বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। কিন্তু ভোটের মধ্যে পরিস্থিতি সামাল দেওয়া যে অত্যন্ত কঠিন তা মেনে নিচ্ছে সব পক্ষই। দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই লকডাউন শুরু হয়ে গিয়েছে। কিন্তু এ রাজ্যে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন এখনই রাজ্যে লকডাউন কিংবা কার্ফু নয়। আতঙ্কিত হওয়ার বদলে সচেতন থাকলে এই বিপদ কাটানো যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

পাশাপাশি তিনি ঘোষণা করেছেন, রাজ্যে একাধিক নতুন বেড, সেফ হাউজ এবং করোনা হাসপাতালের কথা। অন্যদিকে রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী দেখা যাচ্ছে রাজ্যে 8419 জন করোনা সংক্রমিত হয়েছিলেন রবিবার। সোমবার 24 ঘন্টার মধ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 8426। শুধুমাত্র কলকাতা শহরেই আক্রান্ত হয়েছেন 2211 জন।

করোনা সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর 24 পরগনা। সেখানে একদিনে 1801 জনের শরীরে করোনার দেখা মিলেছে। অন্যদিকে দক্ষিণ 24 পরগনায় একদিনে সংক্রমিত হয়েছে 522 জন। হাওড়া এবং হুগলীতে  একদিনে আক্রান্ত যথাক্রমে 527 এবং 440 জন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি মালদাতেও দৈনিক সংক্রমণ বেড়েছে। সেখানেও আক্রান্ত হয়েছেন 435 জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা 6 লক্ষ 68 হাজার 353 জন এ রাজ্যে। একইসাথে রাজ্যের অ্যাক্টিভ কেসের সংখ্যা এক লাফে অনেকখানি বেড়ে গেছে। বর্তমানে করোনার চিকিৎসাধীন এরাজ্যে 53418। গত 24 ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে 38 জন।

এখনো পর্যন্ত রাজ্যের 10606 জনের মৃত্যু হয়েছে। তবে গত 24 ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন 4604 জন। এই নিয়ে রাজ্যে মোট 6 লক্ষ 68 হাজার 353 জন জয়ী হয়েছেন। তবে গতকালের তুলনায় সুস্থতার আজকে কম বলে জানা গিয়েছে। পাশাপাশি সোমবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে উল্লেখযোগ্যভাবে এবার 18 বছরের উর্ধ্বে প্রত্যেককে ভ্যাকসিন দেওয়া হবে। টিকাকরণের পাশাপাশি চলছে করোনা টেস্ট।

অন্যদিকে জানা যাচ্ছে, সর্বাধিক সংক্রমণ দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সেই তুলনায় জঙ্গলমহল এবং উত্তরবঙ্গে সংক্রমণের হার কিছুটা হলেও কম। তবে বিশেষজ্ঞরা প্রথম থেকে এখনো পর্যন্ত একটাই কথা বলে আসছেন। শুধুমাত্র সতর্কতা এবং সচেতনতাই বাঁচাতে পারে মানুষকে। আর তার জন্য প্রয়োজন অতিরিক্ত ভাবে রাজ্যের সর্বত্র এবং সবার মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করা। পরিস্থিতি সামাল দিতে গেলে এই দুটি বস্তুর ব্যবহার বাড়িয়ে তুলতে হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!