অভিষেক ব্যানার্জীর সভায় ডিউটিরত সিভিক ভলান্টিয়ারের মৃত্যু বিশেষ খবর রাজ্য February 17, 2018 গতকাল হলুদকানালি স্কুল মাঠে রাইপুর এবং রানিবাঁধ বিধানসভা এলাকার নেতা-কর্মীদের নিয়ে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতি রাজ সম্মেলনের আয়োজন করে। সেই সম্মেলন মঞ্চ থেকেই তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তথা পঞ্চায়েত নির্বাচনে শাসকদলের মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের কড়া বার্তা দেওয়ার পাশাপাশি কার্যত পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করে দেন। কিন্তু তাঁর সভা উপলক্ষে ডিউটিরত এক সিভিক ভলান্টিয়ারের মৃত্যু হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা উপলক্ষে বাঁকুড়া-খাতড়া রাজ্য সড়কে শুনুকপাহাড়ি এলাকায় স্বপন সাতভাইয়া(২৮) নামে এক সিভিক ভলান্টিয়ার ডিউটি করছিলেন। রাস্তার উপর যান নিয়ন্ত্রণের সময় সন্ধ্যের সময় খাতড়ামুখী একটি অ্যাম্বাসাডর তাঁকে ধাক্কা মেরে ঘটনাস্থলেই উল্টে যায়। আশঙ্কাজনক অবস্থায় স্বপনবাবুকে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, অ্যাম্বাসাডরের চালক সহ চারজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপনার মতামত জানান -