পঞ্চায়েতের আগে বড় ধাক্কা বামফ্রন্টে, শাসকদলে যোগ দিলেন আরেক বাম বিধায়ক বিশেষ খবর রাজ্য February 17, 2018 রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন, আর তার আগে অন্যতম বিরোধী বামফন্টের রক্তক্ষরণ অব্যাহত। গতকাল বাঁকুড়ায় পঞ্চায়েতি রাজ সম্মেলন উপলক্ষে জনসভা করেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বর্তমান অঘোষিত ‘দুনম্বর’ নেতা তথা তৃণমূল কংগ্রেস যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বাম শিবিরকে ধাক্কা দিয়ে ছাতনার আরএসপি বিধায়ক ধীরেন লায়েক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। গত ২০১৬ বিধানসভা নির্বাচনে কংগ্রেস সমর্থিত বামপ্রার্থী হিসাবে তিনি জয়ী হন। তৃণমূল কংগ্রেসে যোগদান করে ধীরেনবাবু বলেন, মুখ্যমন্ত্রীর উন্নয়ন যজ্ঞে সামিল হতে চাই, এটাই এখন সময়ের ডাক। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ধীরেনবাবুর শাসকদলে যোগদান পঞ্চায়েত নির্বাচনের আগে বাঁকুড়ায় বামফ্রন্টকে গভীর সমস্যায় ফেলে দিল। আপনার মতামত জানান -