এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > কৃষকদের ক্ষতিপূরণের টাকা ‘আত্মসাৎ’ তৃণমূল প্রধান ও পরিবারের, অভিযোগ সিপিএমের

কৃষকদের ক্ষতিপূরণের টাকা ‘আত্মসাৎ’ তৃণমূল প্রধান ও পরিবারের, অভিযোগ সিপিএমের

রাজ্য সরকারের দেওয়া বোরো চাষে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ করল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান ও তাঁর পরিবার এমনই অভিযোগ আনল সিপিআইএম। ঘটনাটি ঘটেছে বর্ধমান সদর-২ এর বৈকুণ্ঠপুর-২ পঞ্চায়েতে। সিপিএমের স্পষ্ট অভিযোগ পঞ্চায়েত প্রধান জবা মালিকের স্বামী, চার ভাসুর এবং দুই ভাইপো মিলিয়ে মোট ১ লক্ষ ৫৪ হাজার টাকা আত্মসাৎ করেছেন। পঞ্চায়েত নির্বাচনের আগে তথ্য জানার অধিকার আইনের মাধ্যমে বর্ধমান-২ ব্লকে তৃণমূল কংগ্রেস পরিচালিত বিভিন্ন পঞ্চায়েতের অনিয়ম সংগ্রহ করে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচিতে নেমেছে সিপিএম। সেই সূত্রেই এই তথ্য তাঁদের হাতে এসেছে বলে অভিযোগ এবং তা নিয়ে পঞ্চায়েতের বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়েছে সিপিএম বলে স্থানীয় সূত্রের খবর। এই প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান জবাদেবী অবশ্য জানিয়েছেন, আমার ভাসুররা প্রত্যেকেই আলাদা থাকেন, চাষ-আবাদ করেন, তাহলে ক্ষতিপূরণের টাকা তুলতে অসুবিধা কোথায়?

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!