আবার দুর্ঘটনার কবলে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী, ভর্তি হাসপাতালে বিশেষ খবর রাজ্য November 21, 2017 সময়টা মোটেই ভালো যাচ্ছে না রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর। একের পর এক ফাঁড়া নেমে আসছে যেন তাঁর মাথার উপর। মাত্র কয়েকদিন আগেই পূর্ব মেদিনীপুরে বড়সড় দুর্ঘটনার মুখে পড়েছিলেন তিনি। পরিবহনমন্ত্রীর কনভয়ের ঠিক সামনে থাকা পাইলট কারের সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয় ফলে আহত হন সাত জন, অল্পের জন্য রক্ষা পান তিনি। সূত্র মারফত জানা যাচ্ছে, আজ হলদিয়ার চৈতন্যপুরে একটি জনসভায় যোগ দিতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সভা শেষে ফেরার সময়ে একটি মার্কেট কমপ্লেক্সের পাশ দিয়ে ফিরছিলেন তিনি, আর তখনই সিমেন্টের চাঙর ভেঙে পড়ে তাঁর উপর। ঘটনায় বেশ জখম হয়েছেন পরিবহন মন্ত্রী বলে জানা যাচ্ছে। ঘটনার পর সঙ্গে সঙ্গে তাঁকে হলদিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, বর্তমানে সেখানেই তাঁর চিকিত্সা চলছে বলে জানা গেছে। আপনার মতামত জানান -