এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সংশোধনাগারের পরিবর্তে হাসপাতালে তৃণমূল নেতার হত্যাকারী, রয়েছেন রাজার হালে, অভিযোগ মৃত নেতার দাদার

সংশোধনাগারের পরিবর্তে হাসপাতালে তৃণমূল নেতার হত্যাকারী, রয়েছেন রাজার হালে, অভিযোগ মৃত নেতার দাদার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তমলুকের তৃণমূল নেতা কুরবার শাহকে হত্যার অভিযোগ রয়েছে আনিসুর রহমানের বিরুদ্ধে। যদিও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সংশোধনাগারের পরিবর্তে হাসপাতালের পুলিশ সেলে রয়েছেন তিনি। দেখা যাচ্ছে, সেখানে রাজার হালে বেশ খোশমেজাজেই রয়েছেন তিনি। কখনও তিনি সিগারেট খাচ্ছেন। কখনো অ্যান্ড্রয়েড ফোন ব্যাবহার করছেন, কখনো সোফায় বসে ব্লুটুথ হেডফোন কানে লাগিয়ে কথা বলছেন। তার একাধিক ছবি ও ভিডিও সামনে আসার পর পুলিশের নজরদারি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মৃত তৃণমূল নেতার দাদা আফজল শাহ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূল নেতা কুরবার শাহের হত্যার ঘটনায় মূল অভিযুক্ত হলেন আনিসুর রহমান। গত ছ মাস আগে মেদিনীপুরের কেন্দ্রীয় সংশোধনাগার থেকে তমলুক উপ সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। এরপর শারীরিক অসুস্থতা দেখিয়ে তমলুক জেলা হাসপাতালের পুলিশ সেলে রয়েছেন তিনি। মৃত তৃণমূল নেতা কুরবান শাহের দাদা আফজল শাহ জানান, একজন জেলবন্দী অভিযুক্ত কিভাবে মোবাইল ফোন, ব্লুটুথ হেডফোন এসব ব্যবহার করছেন? তিনি আরও জানিয়েছেন যে, শারীরিক অসুস্থতার অজুহাত দেখিয়ে বিশেষ সুবিধা পাওয়া আনিসুর রহমানের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা।

হাইকোর্ট তাকে কলকাতার সরকারি হাসপাতাল নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। কিন্তু, এখনও তমলুক জেলা হাসপাতালের পুলিশ সেলেই আছেন তিনি। পুলিশের কার্যকলাপ নিয়েও অভিযোগ প্রকাশ করেছেন তিনি। তিনি অভিযোগ করেছেন, এই মামলা সরিয়ে নেবার জন্য বারবার হুমকি দেয়া হয়েছে তাঁর পরিবারকে। অভিযুক্ত আনিসুর রহমানের একাধিক ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর, এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বহু মানুষ। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই সব ছবি ও ভিডিও ক্লিপগুলি খতিয়ে দেখা হবে। সমস্ত কিছু দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!