এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বাংলায় বিজেপির পক্ষে সব হাওয়া ঘুরিয়ে দেবে দলের ত্রিস্তরীয় আইটি-মিডিয়া সেল? আশঙ্কায় বিরোধীরা?

বাংলায় বিজেপির পক্ষে সব হাওয়া ঘুরিয়ে দেবে দলের ত্রিস্তরীয় আইটি-মিডিয়া সেল? আশঙ্কায় বিরোধীরা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সোশ্যাল মিডিয়া নিয়ে বিজেপির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে দীর্ঘদিন ধরেই সরব হচ্ছে বিরোধীরা। সম্প্রতি ফেসবুকের সঙ্গে বিজেপির আঁতাত রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ব্যাপারে ফেসবুক কর্তৃপক্ষের কাছে একটি অভিযোগ জানানো হয়েছে। যেখানে বিজেপি ফেসবুককে কাজে লাগিয়ে মানুষের মনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলে দাবি করেছে বিরোধীরা। তবে বিজেপি আইটি সেলের বিরুদ্ধে এই রকম অভিযোগ বিরোধীরা করলেও, গেরুয়া শিবিরের সোশ্যাল মিডিয়া সেলের নেতৃত্বরা অবশ্য প্রথম থেকেই দাবি করে আসছেন, এই রকম কোনো যোগসাজশ তাদের সঙ্গে নেই।

তাদের বক্তব্য, তথ্যপ্রযুক্তি নীতিকে হাতিয়ার করে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুফল এবং রাজ্য তৃণমূল সরকারের নানা ব্যর্থতার কথা তুলে ধরে মানুষের মনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রবেশ করানোই বিজেপি আইটি সেলের প্রধান কাজ। কিন্তু কীভাবে এই কাজ করে বিজেপির সোশ্যাল মিডিয়া সেলের নেতৃত্বরা?

জানা গেছে, কেন্দ্রীয় স্তর থেকে বুথস্তর পর্যন্ত ধাপে ধাপে তাদের বাহিনী সাজানো রয়েছে। রাজ্য, বিধানসভা, সাংগঠনিক জেলা, মন্ডল এবং বুথে এক এক জন করে প্রচার প্রমুখ এবং সহপ্রচার প্রমুখ রয়েছেন। আর তাদের নিচে রয়েছে কর্মীবৃন্দ। মূলত শীর্ষ স্তর থেকে নানা বিষয়ে কেন্দ্রীয় সরকারের নানা উন্নয়নমূলক প্রকল্প স্লোগান তৈরি করে তা সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়। এছাড়াও কেন্দ্র থেকে বুথস্তর পর্যন্ত আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নানা দুর্নীতি এবং অন্যায় মূলক কাজের তথ্য যেমন পেশ করা হয়, ঠিক তেমনই কেন্দ্রের বিজেপি সরকারের সুফলের কথা তুলে ধরা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই রাজ্যের বেশকিছু জেলায় এই প্রক্রিয়া শুরু করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। জানা গেছে, পশ্চিম বর্ধমানের বিজেপির শক্তি কেন্দ্র থেকে শুরু করে জেলা স্তরের বিভিন্ন পদাধিকারী এবং দলীয় সদস্যদের এই আইটি সেল সংক্রান্ত একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হয়েছে। অন্যদিকে পূর্ব বর্ধমানের সাংগঠনিক, বিধানসভা এবং মন্ডল তিন স্তরে আইটি সেলে চারজন করে যুক্ত রয়েছেন বলে খবর।

একইভাবে মুর্শিদাবাদের স্মার্টফোনের মাধ্যমে যারা বাংলায় অত্যন্ত দক্ষ, তাদের দলের আইটি সেলের প্রচারের কাজে লাগিয়েছে ভারতীয় জনতা পার্টি। এদিন এই প্রসঙ্গে পশ্চিম বর্ধমান জেলা বিজেপির সভাপতি লক্ষণ ঘড়ুই বলেন, “প্রযুক্তিকে ব্যবহার করে দলীয় স্তর এবং জনসাধারণের মধ্যে সংযোগ নিবিড় করতে আমরা সব সময় উদ্যোগী।”

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, মূলত সাংগঠনিক, বিধানসভা এবং মন্ডল স্তরের সোশ্যাল মিডিয়াকে শক্তিশালী করে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে যেতে উদ্যোগ নিয়েছে ভারতীয় জনতা পার্টি। বর্তমানে সাধারণ মানুষ যখন মাঠে ময়দানে থাকা অপেক্ষা বেশি সোশ্যাল মিডিয়ায় মশগুল থাকতে ব্যস্ত, তখন বিজেপি মানুষের এই দিকটিকে আরও বেশি করে নিজেদের দিকে টানতে ত্রিস্তরীয় ব্যবস্থার মাধ্যমে ভোটব্যাংককে চাঙ্গা করতে চাইছে। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!