এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মুকুল রায়ের প্রতি নরম মনোভাব দেখিয়ে বিজেপিতে বিভাজন করতে চাইছে তৃণমূল? বিস্ফোরক দিলীপ ঘোষ

মুকুল রায়ের প্রতি নরম মনোভাব দেখিয়ে বিজেপিতে বিভাজন করতে চাইছে তৃণমূল? বিস্ফোরক দিলীপ ঘোষ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –তৃণমূলের প্রাক্তন চাণক্য তথা বঙ্গ বিজেপির হেভিওয়েট নেতা মুকুল রায়কে নিয়ে বর্তমানে তীব্র জল্পনা তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে। প্রথমদিকে মুকুল রায় তৃণমূলের বিরুদ্ধে প্রায় প্রতিনিয়ত বোমা ফাটালেও, এখন কার্যত বিজেপিতে থেকেও নীরব ভূমিকায় রয়েছেন তিনি। যার ফলে সেই মুকুলবাবুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি হয়েছে নানা মহলে। আর এরই মাঝে নদীয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের মামলার চার্জশিটে মুকুল রায়ের নাম না থাকায় বিজেপির অন্দরেই উঠতে শুরু করেছে প্রশ্ন।

জানা গেছে, এই চার্জশিটে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নাম থাকলেও মুকুল রায়ের নাম থাকবে বলে আশঙ্কা করা হলেও অভিযুক্ত হিসেবে সেখানে তার নাম নেই। আছে সন্দেহভাজন হিসেবে। স্বাভাবিকভাবেই যে মুকুল রায়কে নিয়ে এই ঘটনায় সবথেকে বেশি অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস, সেই মুকুল রায়ের নাম কেন এখানে নেই, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।

বিজেপির একাংশ বলছেন, তাহলে কি মুকুল রায়ের প্রতি সুর নরম করছে তৃণমূল কংগ্রেস? চার্জশিটে অভিযুক্ত হিসেবে তার নাম না রেখে তৃণমূল কি মুকুলবাবুকে নিজেদের দিকে টানতে চাইল? আর তাই কি জগন্নাথ সরকারের নাম থাকলেও, সেখানে মুকুল রায়ের নামকে বাদ রাখল তৃণমূল সরকার?এদিন এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “ভোট যত এগিয়ে আসছে, আমাদের দলের মধ্যে বিভাজন এবং পরস্পরের প্রতি সন্দেহ তৈরি করার চেষ্টা করছে তৃণমূল। তাদের কৌশল আমাদের মনোবল ভাঙার চেষ্টা করা।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু তৃণমূলের বিরুদ্ধে বিজেপির রাজ্য সভাপতি যে অভিযোগ করলেন, তা কি সত্যি? তাহলে কি মুকুল রায় এবং বিজেপির অন্যান্য নেতাদের মধ্যে বিভাজন সৃষ্টি করার জন্যই কৌশলগতভাবে প্রশাসনের পক্ষ থেকে তৃণমূল বিধায়ক খুনের ঘটনার চার্জশিটে মুকুল রায়ের নাম বাদ রাখা হল? এদিন এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “দিলীপবাবু কি চান মুকুলের নাম সরাসরি অভিযুক্ত হিসেবে সত্যজিৎ মামলার চার্জশিটে থাক? মুকুল তো সারদার মামলাতেও সন্দেহভাজন। এখনও অভিযুক্ত নন। দিলীপবাবুর এটাও জেনে রাখা উচিত।”

কিন্তু চার্জশিটে তার নাম না থাকা নিয়ে যে গুঞ্জন তৈরি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে কি বলবেন তিনি? এদিন এই প্রসঙ্গে মুকুল রায় বলেন, “কেন আদৌ চার্জশিটে আমার নাম আছে, কেন সন্দেহভাজন হিসেবে আছে, এসব কিছুই আমি জানি না। তবে এটা বলতে পারি, পুলিশ প্রশাসন বেশি প্রভুভক্তি দেখালে প্রভু সরকার থেকে চলে যায়।” সব মিলিয়ে সত্যজিৎ বিশ্বাস খুনের মামলার চার্জশিটে মুকুল রায়ের নাম না থাকা নিয়ে বিজেপির অন্দরেই এবার দ্বিধাবিভক্ত রূপ সামনে চলে এল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!