এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > তৃণমূল থেকে এসেই প্রার্থী, “চিনি না” বলে বিক্ষোভ গেরুয়া বাহিনীর!

তৃণমূল থেকে এসেই প্রার্থী, “চিনি না” বলে বিক্ষোভ গেরুয়া বাহিনীর!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগেই তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। কিন্তু শান্তিপুরের বিদায়ী বিধায়ক অরিন্দম ভট্টাচার্য কিছুদিন আগে বিজেপিতে যোগদান করলেও, এবার তাকেই জগদ্দল বিধানসভা কেন্দ্রের প্রার্থী করে দিল ভারতীয় জনতা পার্টি। স্বাভাবিক ভাবেই কিছুদিন আগেই দলে যোগদান করা অরিন্দমবাবুকে কেন এইভাবে প্রার্থী করা হল, এখন তা নিয়েই আপত্তি তৈরি হয়েছে এই জগদ্দল বিধানসভার বিজেপি নেতা কর্মীদের মধ্যে।

ইতিমধ্যেই এই ঘটনায় প্রতিবাদ জানাতে শুরু করেছেন গত 2016 সালের বিধানসভা নির্বাচনে জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরুন ব্রহ্মের অনুগামীরা। যেখানে দলের পক্ষ থেকে ঘোষণা করা অরিন্দম ভট্টাচার্যকে তারা চেনেন না বলে জানিয়ে দিয়েছেন। স্বাভাবিক ভাবেই প্রার্থী ঘোষণার পর যদি এই বিদ্রোহ চলতে থাকে, তাহলে বিজেপি কিভাবে লড়াই করবে এবং সাফল্য আনবে, এখন সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে দলের অন্দরে।

বস্তুত, বৃহস্পতিবার বিজেপির পক্ষ থেকে 148 টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। আর সেখানেই জগদ্দল বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে কিছুদিন আগেই চলে আসা অরিন্দম ভট্টাচার্যের নাম ঘোষণা করা হয়। আর এর পরেই শ্যামানগর বাসুদেবপুরের বিজেপির পার্টি অফিসের সামনে বিজেপির একাংশ হোর্ডিং, ব্যানার পতাকা খুলে ফেলে দেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এমনকি কল্যাণী হাইরোডের উপর আগুন ধরিয়ে পথ অবরোধ করতে দেখা যায় বিজেপির একাংশকে। তাদের দাবি, বহুদিন ধরে এই এলাকায় রাজনীতি করে এসেছেন অরুন ব্রহ্ম। কিন্তু যাকে প্রার্থী করা হয়েছে, সেই অরিন্দম ভট্টাচার্যকে কেউ চেনে না। স্বাভাবিক ভাবেই এই প্রার্থী নিয়ে যে তাদের যথেষ্ট আপত্তি রয়েছে, তা এই বিক্ষোভের মধ্যেই পরিষ্কার।

আর এখানেই নানা প্রশ্ন তৈরি হয়েছে। যদি এভাবেই বিভিন্ন বিধানসভা কেন্দ্রে বিক্ষোভ এবং প্রতিবাদ চলতে থাকে, তাহলে বিজেপি কিভাবে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে! নিজেদের সমস্যা সমাধান করতে যে দলকে সবথেকে বেশি ব্যস্ত থাকতে হবে, তারা প্রবল শক্তিশালী শাসকবর্গের বিরুদ্ধে লড়াই করে কিভাবে সাফল্য আসবে! এখন সেটাই বড় প্রশ্নের কারণ হয়ে দাঁড়িয়েছে একাংশের মধ্যে।

স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে এবার নতুন করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে। সব মিলিয়ে জগদ্দল বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা হওয়ার পর এবার বিজেপির পক্ষ থেকে সমস্যা মেটাতে কি পদক্ষেপ গ্রহণ করা হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!