এখন পড়ছেন
হোম > জাতীয় > ধারা 370 এর পর এবার কি অবলুপ্ত হতে চলেছে আর্টিক্যাল 30? কৈলাশের বিস্ফোরক দাবিতে বাড়ল জল্পনা

ধারা 370 এর পর এবার কি অবলুপ্ত হতে চলেছে আর্টিক্যাল 30? কৈলাশের বিস্ফোরক দাবিতে বাড়ল জল্পনা


দ্বিতীয়বার কেন্দ্রের ক্ষমতায় আসার পরেই 370 ধারার বিলুপ্তি ঘটিয়ে রীতিমত মাস্টার স্ট্রোক দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর এবার 370 ধারা অবলুপ্তির পর ভারতীয় সংবিধানের 30 এর অনুচ্ছেদের ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। যাকে কেন্দ্র করে এখন তীব্র বিতর্ক তৈরি হয়েছে। সূত্রের খবর, বৃহস্পতিবার এই ব্যাপারে একটি টুইট করেন বিজেপির পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক।

আর সেখানেই তিনি লেখেন, “সংবিধানের 30 অনুচ্ছেদের সাম্যের অধিকারের সবচেয়ে ক্ষতি হয়েছে। 30 অনুচ্ছেদে দেশের সাংবিধানিক অধিকারকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। এটি সংখ্যালঘুদের ধর্মীয় প্রচার এবং ধর্মীয় শিক্ষা দেয়, যা অন্য ধর্মগুলো পায় না। আমাদের দেশ যখন ধর্মনিরপেক্ষতার পক্ষে হয়, তখন নিবন্ধ 30 এর দরকার কি!” আর সংবিধানের এই অংশটি অপসারণের ব্যাপার নিয়ে কৈলাস বিজয়বর্গীয় যে মন্তব্য করলেন, এখন তা নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই এই বিষয়ে 370 ধারার মত কৈলাশ বিজয়বর্গীয়র মন্তব্য নিয়ে সোচ্চার হয়েছে কংগ্রেস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে কংগ্রেস নেতা কে কে মিশ্র বলেন, “মানুষ দেশে এবং বিদেশে করোনার কারণে বিপদে পড়ছে। তার মধ্যে আবার আর্টিকাল 30 নিয়ে যা চলছে, তা হল সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে দেওয়ার প্রয়াস। মোদি সরকার 30 অনুচ্ছেদ অপসারণের জন্য এই পরিবেশ তৈরি করছে।” একাংশের প্রশ্ন, সংবিধানের অনুচ্ছেদের 30 ধারায় ধর্মের ভিত্তিতে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা বা পরিচালনা করার অধিকার রয়েছে।

কিন্তু সেই ধারা তুলে দেওয়ার কথা কেন বললেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়! বর্তমান পরিস্থিতিতে যখন দেশ করোনা ভাইরাস নিয়ে চিন্তিত, তখন কৈলাস বিজয়বর্গীয়র এই মন্তব্য কি সাম্প্রদায়িক ভাবাবেগে আঘাত করল না? এখন এই প্রশ্নই তুলতে শুরু করেছে বিরোধী থেকে শুরু করে সমালোচক মহল। সবমিলিয়ে 370 ধারা রদের পর এবার কৈলাস বিজয়বর্গীয় মন্তব্য মত সংবিধানের 30 ধারা বাতিল করার ব্যাপারে কেন্দ্রীয় সরকার সত্যিই কোনো সিদ্ধান্ত নেয় কিনা, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!