এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > খেজুরিতে প্রভাবশালী নেত্রী ও তাঁর স্বামীকে মারধরের অভিযোগে গ্রেফতার বিজেপি কর্মী

খেজুরিতে প্রভাবশালী নেত্রী ও তাঁর স্বামীকে মারধরের অভিযোগে গ্রেফতার বিজেপি কর্মী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলির মধ্যে পারস্পরিক বচসা, সংঘর্গ, মারামারি, খুনোখুনির রুদ্ধশ্বাস পরিবেশে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য ও তার স্বামীকে মারধর সেইসঙ্গে পঞ্চায়েত সদস্যের পরিবারের মহিলাদের ওপর শ্লীলতাহানীর গুরুতর অভিযোগ উঠে এলো স্থানীয় জনৈক বিজেপি সদস্যের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত জুন মাসে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির হলুদবাড়িতে আম্ফান ঝড়ের ক্ষতিগ্রস্তদের অর্থ সাহায্যে দানের তালিকা নিয়ে তৃণমূলের সদস্য মাখন দাসের সঙ্গে বচসা বাধে বিজেপি সদস্য সুজিত সামন্তের। অভিযোগ ওঠে এই সময় সুজিত সামন্ত সহ ১০ জন বিজেপি কর্মী মারধর করেছিলেন মাখন দাসকে। তারপর এই ঘটনায় তৃণমূল কর্মী মাখন দাস বিজেপি কর্মী সুজিত সামন্ত সহ ১০ জন সন্দেহ ভাজনের বিরুদ্ধে থানায় অভিযোগ জানায়। শুরু হয় তাদের বিরুদ্ধে মামলা।

এরপর গত বুধবার এই মামলার জামিন নিতে কাঁথি আদালতে যাওয়ার পথে সুজিত সামন্তে ও এই ঘটনায় বাদবাকি অভিযুক্তরা অকস্মাৎ চড়াও হয় তৃণমূল কর্মী মাখন দাসের বাড়িতে। সেখানে তাকে ও তাঁর বাবাকে মারধর করা হয়। এর সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য সবিতারানি দাস, তাঁর স্বামী ও মেয়েকে প্রচন্ড মারধর করে। তার পরিবারে মহিলাদের শ্লীলতাহানি পর্যন্ত করা হয়। এরপর সবিতারানি দাস ও মাখন মাখন দাসের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এই ঘটনায় দুই পরিবারের মোট পাঁচজন আহত হন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রাথমিক চিকিৎসার পর আহতরা পুলিশের কাছে ঘটনার জন্য সুজিত সামন্ত ও বাদবাকিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এরপর গত বুধবার রাতেই সুজিত সামন্তকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাকে কাঁথি মহকুমা আদালতে হাজির করা হয়। আদালতের নির্দেশে তাকে ১৪ দিনের জেল হেফাজতে রাখা হয়েছে।

বিজেপির সদস্য সুজিত সামন্তের মাখন দাস ও সবিতারানি দাসের বাড়িতে এই হামলা প্রসঙ্গে হলুদবাড়ী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান তাপস প্রামাণিক বলেছেন, ” পুরনো গণ্ডগোল ছিলই। তবে বুধবার কোনও কারণ ছাড়াই হামলা চালায় বিজেপি কর্মীরা। আমরা পুলিসকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছি।”

অন্যদিকে, এই ঘটনা প্রসঙ্গে হলুদবাড়ী এলাকার জনৈক বিজেপি নেতা শুভ্রাংশু দাস বলেছেন যে, সুজিত সামন্তের সঙ্গে মাখন দাসের কিছুদিন ধরেই পারিবারিক কিছু সমস্যা চলছিল। গত বুধবার তার জেরেই নিয়ে মারামারি ধস্তাধস্তি শুরু হয়েছিল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!