এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার আয়কর আইনে বড়সড় পরিবর্তনের ভাবনায় প্রধানমন্ত্রী

এবার আয়কর আইনে বড়সড় পরিবর্তনের ভাবনায় প্রধানমন্ত্রী

ইতিমধ্যেই নোট বাতিল বা জিএসটি এর মত বড় পদক্ষেপ নিয়েছেন, ভালো-মন্দ সমালোচনা যাই হোক না কেন, কোনো পরিস্থিতিতেই তিনি যে নিজের আর্থিক সংস্কারের মানসিকতা থেকে পিছিয়ে আসবেন না আরো একটি ঘোষণায় তা প্রমান করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মনে করেন বর্তমান আয়কর আইনটি ১৯৬১ সালে তৈরি হয়েছিল, তাই তাতে অবিলম্বে আমূল সংস্কার প্রয়োজন। আর সেই দিকে চোখ রেখেই শীর্ষস্থানীয় কর আদায়কারী অরবিন্দ মোদীর নেতৃত্বে ৬ সদস্যের এক প্যানেল গঠন করলেন তিনি।
৮ বছর আগে এই অরবিন্দ মোদীই দেশের নতুন প্রত্যক্ষ আয়কর কোড তৈরি করেছিলেন, তাই তাঁর নেতৃত্ত্বে গঠিত প্যানেল ৫০ বছর আগে নির্দিষ্ট আয়কর আইন পরিবর্তনকরে নতুন আয়কর আইন সরলীকরণ করবে বলে জানা গেছে। ওই প্যানেলে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্ম্যম, গিরীশ আহুজা, রাজীব মেমানি, মুকেশ প্যাটেল, মানসী কেডিয়া এবং জি সি শ্রীবাস্তবের মতো অর্থনৈতিক এবং কর বিশেষজ্ঞ এবং আইনজীবীরা রয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!