পাহাড়ে ভোটপ্রচার – বিমল গুরুংয়ের পর বড় ধাক্কা এবার রোশন গিরির, ব্যাকফুটে বিজেপি? জাতীয় রাজ্য April 4, 2019 তৃণমূলের সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন হওয়ার পর অবশেষে বিমল গুরুঙ্গ, রোশন গিরিরা আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকেই সমর্থন করবে বলে জানিয়ে দিলে পাহাড়ের জটিল রাজনৈতিক সমীকরণ নিয়ে প্রবল জল্পনা তৈরি হয়েছিল। এমনকি বিগত 2014 সালের লোকসভা নির্বাচনের মতো এবারও তাদের দখলে পাহাড় থাকবে বলে যখন আশার আলো দেখতে শুরু করেছিল গেরুয়া শিবির, ঠিক তখনই সুপ্রিম কোর্টের নির্দেশে বিমল গুরুংয়ের পর রোশন গিরির এই পাহাড়ে লোকসভা নির্বাচনের প্রচারের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করাকে কেন্দ্র করেই অনেকটাই অস্বস্তিতে পড়তে পারে বিজেপি বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। প্রসঙ্গত, পাহাড়ের একসময়কার মোর্চা নেতা রোশন গিরির বিরুদ্ধে একগুচ্ছ মামলা রয়েছে। তাই তাকে যাতে ভোট প্রচারের জন্য কোনোভাবেই ছাড়পত্র দেওয়া না যায় তার জন্য শীর্ষ আদালতের কাছে সওয়াল করতে দেখা গিয়েছিল রাজ্য সরকারের পক্ষে থাকা আইনজীবী কপিল সিব্বলকে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - অন্যদিকে রোশন গিরি এবং বিমল গুরুংয়ের বিরুদ্ধে যে মামলা হয়েছে তার পুরোটাই উদ্দেশ্যপ্রণোদিত’ এবং রাজনৈতিক প্রতিহিংসার বলে দাবি করেন তাদের আইনজীবী মুকুল মেহতোগি। সূত্রের খবর, দুই পক্ষের কথা শোনার পর বিচারপতি অরুণ মিশ্র, মোহন সান্তনাগৌড়া এবং নবীন সিনহার বেঞ্চের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, রোশন গিরির বিরুদ্ধে যে মামলা রয়েছে সেগুলি 2018 সালের 10 ডিসেম্বর যে অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়েছিল তা বজায় থাকবে। মানে তার বিরুদ্ধে কোনরূপ দমনমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। অন্যদিকে তিনি যদি আগাম জামিনের আবেদন করেন তাহলে তা কোলকাতা হাইকোর্টকে শুনতে হবে বলেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে নির্বাচনে প্রচারে আপাতত অংশগ্রহণ করতে পারবেন না রোশন গিরি বলে জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। আর শীর্ষ আদালতের এহেন নির্দেশেই বিমল গুরুং এবং রোশন গিরি দের পর পাহাড়ে প্রচারের ব্যাপারে নিষেধাজ্ঞা পাওয়ায় অনেকটাই যে বিপাকে পড়েছে গেরুয়া শিবির সেই ব্যাপারে একপ্রকার নিশ্চিত ওয়াকিবহাল মহল। আপনার মতামত জানান -