এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > হাজির গ্রেটার নেতা থেকে জিএনএলএফ সভাপতি- উত্তরবঙ্গের জনসমুদ্রকে সাক্ষী রেখে বড় ঘোষণা মোদির

হাজির গ্রেটার নেতা থেকে জিএনএলএফ সভাপতি- উত্তরবঙ্গের জনসমুদ্রকে সাক্ষী রেখে বড় ঘোষণা মোদির

বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় আসলে এনআরসি প্রয়োগ করে সমস্ত অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করা হবে বলে এর আগে নানা সময়ে হুশিয়ারি দিতে দেখা গেছে গেরুয়া শিবিরের নেতাদের। যা নিয়ে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে। শাসক দল তৃণমূলের পক্ষ থেকে গেরুয়া শিবিরের এই বক্তব্যকে হাতিয়ার করে বিজেপিকে কড়া ভাষায় তুলোধোনা করা হয়েছে। কিন্তু এবার উত্তরবঙ্গে পা রেখে বুধবার শিলিগুড়িতে নির্বাচনী প্রচারে এসে এনআরসি প্রসঙ্গ টেনে এনে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কড়া হুশিয়ারি দিতে শোনা গেল বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

সূত্রের খবর, এদিন রাজ্যের প্রথম নির্বাচনী সভায় উত্তরবঙ্গের শিলিগুড়িতে উপস্থিত হয়ে গোর্খাদের মন পেতে দলীয় প্রার্থীদের সমর্থনে বক্তব্য রাখতে এসে এনআরসি ইস্যুতে নরেন্দ্র মোদী বলেন, “ভয় পাবেন না। আমরা সবসময় আপনাদের পাশে আছি। চৌকিদার কখনও অনুপ্রবেশকারীদের ছাড়বে না। এখানে এনআরসি নিয়ে নানারকম গুজব ছড়ানো হচ্ছে। সমস্ত ভাই-বোনেদের এই মঞ্চ থেকে আশ্বস্ত করছি, এনআরসির জন্য কাউকে কোথাও যেতে হবে না। তৃণমূলের দিন শেষ হয়ে আসছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এনআরসি ইস্যুতে এতদিন রাজ্যের শাসক দল তৃণমূলের পক্ষ থেকে কেন্দ্রের নরেন্দ্র মোদী ও বিজেপি সরকারকে কটাক্ষ করে আসা হচ্ছিল। কিন্তু এবার এনআরসি ইস্যুতে রাজ্যের শাসক দল মানুষকে ভুল বোঝাচ্ছে বলে উত্তরবঙ্গে এসে সকলকে আশ্বস্ত করে নিজেদের ভোটব্যাঙ্ক শক্ত করারই চেষ্টা করলেন বিজেপির নরেন্দ্র মোদি। এদিকে এদিন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির শিলিগুড়ির এই সভামঞ্চে উপস্থিত থাকতে দেখা গেছে গ্রেটার নেতা অনন্ত মহারাজ এবং জিএনএলএফ সভাপতি মন মিসিংকে।

এদিকে এতদিন রাজ্যের শাসক দল তৃণমূলের পক্ষ থেকে আসন্ন লোকসভা নির্বাচনে দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অমর সিং রাইয়ের সমর্থনে বিজেপির বিরুদ্ধে এনআরসি ইস্যুটিকে হাতিয়ার করে যখন জোর প্রচার চালাচ্ছিল তৃণমূল কংগ্রেস, ঠিক তখনই সেই শিলিগুড়িতে এসে সভা করে এনআরসি ইস্যুতে রাজ্যের শাসক দল “ভুল বোঝাচ্ছে” বলে মন্তব্য করে গোর্খাদের অনেকটাই আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী বলে মত বিশেষজ্ঞ মহলের।

এদিন এই প্রসঙ্গে জিএনএলএফের মুখপাত্র নীরজ জিম্মা বলেন, “এনারসি নিয়ে আমাদের মধ্যেও কিছু ব্যাপার ছিল। কিন্তু প্রধানমন্ত্রী বিষয়টি পরিষ্কার করে দেওয়ায় আমরা খুশি।” সব মিলিয়ে এবার রাজ্যের উত্তরবঙ্গের শিলিগুড়িতে পা রেখেই আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারে এসে অনুপ্রবেশকারীদের জন্য কোনরকম রেয়াত করা হবে না বলে কড়া ভাষায় জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!