এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > 10 বছর ক্ষমতায় থাকার তৃনমূলের বিরুদ্ধে হাওয়া? প্রশান্ত কিশোরের কথায় বাড়ল জল্পনা!

10 বছর ক্ষমতায় থাকার তৃনমূলের বিরুদ্ধে হাওয়া? প্রশান্ত কিশোরের কথায় বাড়ল জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিগত 10 বছর ধরে রাজ্য তৃণমূল কংগ্রেসের সরকার রয়েছে। কিন্তু যত দিন যাচ্ছে, ততই বিজেপির প্রভাব রাজ্যে বাড়তে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে প্রথম দফায় নির্বাচন শেষ হওয়ার পর ধীরে ধীরে দ্বিতীয় দফার নির্বাচনের দিকে এগোচ্ছে বাংলা। তবে শাসক-বিরোধী তরজা লড়াই এবার ক্ষমতা দখল করবে, সেটাই যেন সকলের কাছে কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষে। এবার যে খুব সহজেই রাজ্যের ক্ষমতা দখল করা সম্ভব হবে, এমনটা মেনে নিচ্ছেন না বিশেষজ্ঞরা।

অন্যদিকে একেবারে তৃণমূলকে পরাজিত করে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে, সেটা মানতে নারাজ একাংশ। আর এই পরিস্থিতিতে এবারের নির্বাচন কার্যত দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে 2011 থেকে শুরু করে 2016 সাল পর্যন্ত তৃণমূল যে সমস্ত নির্বাচনী বৈতরণী পার হয়েছে, তা তাদের পক্ষে অত্যন্ত সহজ ছিল। কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। তৃণমূলের ঘাড়ে নিশ্বাস ফেলছে ভারতীয় জনতা পার্টি।

তাই এই পরিস্থিতিতে লড়াই যে দু’পক্ষের মধ্যে সেয়ানে সেয়ানে হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। তবে প্রথম থেকেই রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে বলে রীতিমত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রশান্ত কিশোর। তবে এবার এক ইংরেজি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে যে কিছুটা হলেও প্রতিষ্ঠানবিরোধী হাওয়া কাজ করছে, তা পরোক্ষে স্বীকার করে নিলেন তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, সোমবার এক ইংরেজি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোর। যেখানে তিনি কার্যত স্বীকার করে নেন, 10 বছর ধরে চলা রাজ্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে কিছুটা হলেও প্রতিষ্ঠানবিরোধী হাওয়া কাজ করছে। এদিন তিনি বলেন, “আপনি যদি গোটা রাজ্য করে দেখেন, তাহলে স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে ক্ষোভের আঁচ পাবেন।” আর তার এই মন্তব্য থেকেই স্পষ্ট যে, এবার তৃণমূলের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হওয়া কাজ করতে শুরু করেছে।

স্বাভাবিক ভাবেই দলের রাজনৈতিক পরামর্শদাতা এই ধরনের কথা বলায় এখন রীতিমত গুঞ্জন তৈরি হয়েছে ঘাসফুল শিবিরের অন্দরমহলে। ইতিমধ্যেই প্রশান্ত কিশোরের এই মন্তব্যকে হাতিয়ার করে কটাক্ষ করতে শুরু করেছে একাংশ। বিরোধী নেতাদের দাবি, দলের রাজনৈতিক পরামর্শদাতার বিশ্বাস নেই, তৃণমূল ক্ষমতায় আসবে কিনা। আর তাই তিনি এখন থেকেই এই বেসুরো সুর ধরতে শুরু করেছেন। কিন্তু কিছুদিন আগে যে প্রশান্ত কিশোর রীতিমত চ্যালেঞ্জ করে তৃণমূল ক্ষমতায় আসবে বলে দাবি করেছিলেন, তার মুখে এখন এই ধরনের কথা কেন, এখন তা নিয়ে তৃণমূলের একাংশের মধ্যে তৈরি হয়েছে চিন্তা।

তবে স্থানীয় স্তরে কিছু সমস্যা থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্বিক গ্রহণযোগ্যতা রয়েছে বলে জানিয়ে দিয়েছেন প্রশান্ত কিশোর। কিন্তু এখন নির্বাচনের মুখে তার এই ধরনের মন্তব্য এবং প্রতিষ্ঠানবিরোধী হাওয়ার কথা যে তৃণমূলকে যথেষ্ট বিড়ম্বনার মুখে ফেলে দিল, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!