এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা আবহে কবে হবে বাংলার বিধানসভা নির্বাচন? বড়সড় ইঙ্গিত দিল নির্বাচন কমিশন – জানুন বিস্তারে

করোনা আবহে কবে হবে বাংলার বিধানসভা নির্বাচন? বড়সড় ইঙ্গিত দিল নির্বাচন কমিশন – জানুন বিস্তারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাসের জন্য কবে নির্বাচন হবে, তা এখন চিন্তার বিষয় বাংলার ক্ষেত্রে। ইতিমধ্যেই বিহারের নির্বাচন সঠিক সময়েই হবে বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তবে করোনা ভাইরাস যেভাবে সঙ্কট শুরু করেছে, তাতে আদৌ সঠিক সময়ে নির্বাচন বাংলায় হবে কিনা, তা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। কিন্তু এবার সেই বিধানসভা নির্বাচন নিয়ে স্পষ্ট ইঙ্গিত দিল নির্বাচন কমিশন।

সূত্রের খবর, এদিন নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে আগামী বছর বাংলা সহ যে চারটি রাজ্যে ভোট রয়েছে, তা নির্ধারিত সময়েই হবে। অর্থাৎ করোনা ভাইরাস থাকলেও সময়েই যে নির্বাচন হবে, তা এককথায় পরিস্কার।জানা গেছে, ইতিমধ্যেই এই ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে একগুচ্ছ প্রস্তাব জমা পড়েছে। যার মধ্যে অন্যতম ব্যালট পেপার ফিরিয়ে আনা। একাংশের মতে, ইভিএম মেশিনের মাধ্যমে ভোট নেওয়ার প্রক্রিয়া শুরু করোনা সংক্রমণ আরও বাড়তে শুরু করবে। তাই ব্যালট পেপার দিয়ে ভোট করানোর কথা ভাবা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যতদিন করোনা ভাইরাস চলবে, ততদিন বুথের সংখ্যা বৃদ্ধি করা হবে। অনেকে মনে করেছিলেন, করোনা ভাইরাস সংক্রমিত হলে সেই ব্যাক্তিকে ভোট কেন্দ্রে নিয়ে আসা হবে না। পোস্টাল ব্যালট দিয়েই তার ভোটগ্রহণপর্ব সম্পন্ন করতে হবে। কিন্তু এই অবস্থা অত্যন্ত জটিল হওয়ার কারণে কোভিড বুথ রাখার ব্যাপারে চিন্তাভাবনা গ্রহণ করা হয়েছে। কেননা একটা বুথে বেশি পরিমাণে ভিড় না করার জন্য এটাই একমাত্র পরিকল্পনা বলে মনে করা হচ্ছে।

তবে করোনা ভাইরাস নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে যেভাবে ভাবা হয়েছিল বাংলার বিধানসভা নির্বাচন অনেকটাই পিছিয়ে যাবে, সেদিক থেকে সঠিক সময়েই যে বিধানসভা নির্বাচন হবে, তা কার্যত বুঝিয়ে দিল নির্বাচন কমিশন। তবে করোনা ভাইরাসের এই সংকটকালে মুহূর্তে নির্বাচন কমিশনের এই বক্তব্য কতটা বাস্তবতা গ্রহণ করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!