বঙ্গভবনে তৃণমূল বিধায়ক, বিস্ফোরক অধীর চৌধুরী! কংগ্রেস রাজনীতি রাজ্য September 28, 2022 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সিবিআইয়ের পক্ষ থেকে যখন জেরা করবার জন্য ডেকে পাঠানো হচ্ছে তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে, ঠিক তখনই তিনি নিখোঁজ বলে খবর পাওয়া গিয়েছিল। পরবর্তীতে সুপ্রিমকোর্টের রক্ষাকবচ পেয়ে গিয়েছেন মানিকবাবু। আর এই পরিস্থিতিতে তিনি কোথায় রয়েছেন, তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছিল প্রশ্ন। তবে অবশেষে সেই মানিক ভট্টাচার্যকে দেখা গিয়েছে দিল্লির বঙ্গভবনে। আর তারপরেই নানা মহলে শোরগোল পড়ে গিয়েছে। এমত পরিস্থিতিতে এবার গোটা বিষয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। সূত্রের খবর, এদিন একটি সাংবাদিক বৈঠক করেন অধীর রঞ্জন চৌধুরী আর সেখানেই এই ব্যাপারে প্রশ্ন করা হয় তাকে আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রদেশ কংগ্রেসের সভাপতি বলেন, “চোরের সাক্ষী গাটকাটা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানিক ভট্টাচার্যকে রক্ষা করার চেষ্টা করছেন।পশ্চিমবঙ্গ সরকার রক্ষা করবে। তাই তাকে বঙ্গভবনে দেখতে পাওয়া যাচ্ছে।” অর্থ্যাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে মানিক ভট্টাচার্যের এই বঙ্গভবনে পৌঁছে যাওয়ার পেছনে যে রাজ্য সরকারের একটা সংকেত রয়েছে, সেই বিষয়টিই তুলে ধরার চেষ্টা করলেন অধীর রঞ্জন চৌধুরী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -