এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এসএসকেএমে সুবিধে নিয়েছেন জ্যোতিপ্রিয়, আদালতের পর্যবেক্ষণে কটাক্ষ শুভেন্দুর!

এসএসকেএমে সুবিধে নিয়েছেন জ্যোতিপ্রিয়, আদালতের পর্যবেক্ষণে কটাক্ষ শুভেন্দুর!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন ঘটনায় যে সমস্ত তৃণমূলের নেতা-মন্ত্রীরা গ্রেফতার হয়েছিলেন। তারপরেই তারা অসুস্থতার কথা বলে ভর্তি হয়ে যান এসএসকেএম হাসপাতালে। বিভিন্ন সময়ে এই বিষয় নিয়ে কটাক্ষ করে বিরোধীরা। অসুস্থতা নয়, বরঞ্চ জেরা থেকে বাঁচার জন্যই হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে যাতে আরামে থাকা যায়, সেই চেষ্টাই করছেন অভিযুক্তরা বলে দাবি করা হয়। অবশেষে সেই পর্যবেক্ষণই উঠে এলো ইডির বিশেষ আদালতে। যেখানে আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, গ্রেফতার হওয়ার পর দীর্ঘদিন এসএসকেএম হাসপাতালে থেকে সুবিধে নিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। আর সেই বিষয় নিয়েই এদিন এসএসকেএম হাসপাতালে উডবান ওয়ার্ডের পরিস্থিতি সংক্রান্ত বিষয়ে কটাক্ষ ছুড়ে দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, এদিন আদালতের পর্যবেক্ষণ নিয়ে রাজ্যের বিরোধী দলনেতাকে প্রশ্ন করেন সাংবাদিকরা। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “উডবার্ন ওয়ার্ড যে অভিযুক্তদের আশ্রয়স্থল, এটা সকলেই জানেন। আর এর সঙ্গে হাসপাতালের সুপার সহ একটা অংশের ব্যক্তিরা জড়িত।” অর্থাৎ বোঝাই যাচ্ছে যে, এতদিন বিরোধীরা যে অভিযোগ করেছিল, সেটাই কিন্তু বাস্তব হচ্ছে। আদালতও কিন্তু বুঝতে পেরেছে যে, গ্রেপ্তার হওয়ার পরেই তৃণমূলের নেতা-মন্ত্রীরা সবথেকে বেশি আরামদায়ক জায়গা মনে করেন এসএসকেএম হাসপাতালকে। আর সেই কারণেই তারা অসুস্থতার ভান করে সেখানে গিয়ে দীর্ঘদিন নাটক করে পড়ে থাকেন। কালীঘাটের কাকু থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক, প্রত্যেকের ক্ষেত্রেই এই ঘটনা ঘটেছে। তাই এবার সেই বালু মল্লিকের বিষয়ে আদালতের পর্যবেক্ষণ এবং শুভেন্দু অধিকারীর কটাক্ষ যথেষ্ট চাপে তুলে দিল রাজ্যের শাসক দলকে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!