এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উত্তরবঙ্গের হারানো জমি পুনরুদ্ধারে এবার আসরে নামছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গের হারানো জমি পুনরুদ্ধারে এবার আসরে নামছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়


2019 এর লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের বুক থেকে হারিয়ে যেতে যেতে কোনরকমে রয়ে গেছে। কোনরকমে তাদের গড় বাঁচিয়েছে জিতে। এ রাজ্যের 42 টি আসনের মধ্যে তৃণমূলের হাতে এসেছে মোট 22 টি আসন।

যদিও শাসক দল বারবার উত্তরবঙ্গে উন্নয়নের দাবি তুলে ভোটের প্রচার করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের এই প্রচার কোন কাজে আসেনি। লোকসভা ভোটে উত্তরবঙ্গের মানুষ তৃণমূলের তরফ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। শাসক শিবির একেবারে পেছনের সারিতে চলে যায় উত্তরবঙ্গে। কিন্তু 2021 এর বিধানসভা ভোটকে মাথায় রেখে আবারও তৃণমূল নব উদ্যমে উত্তরবঙ্গকে লক্ষ্য রেখে ঝাঁপিয়ে পড়তে চলেছে।

আর সেই লক্ষ্যেই চলতি মাসের 21 তারিখ উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের পর এই প্রথম তিনি উত্তরবঙ্গে পা রাখতে চলেছেন। প্রশাসনিক সূত্রের খবর, আগামী 21 থেকে 25 অক্টোবর আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিঙে সফর করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি পাহাড়ের তৃণমূল কংগ্রেসের দলীয় নেতাদের সাথে বৈঠকও করবেন তিনি।

সূত্রের খবর, 21 তারিখ মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠক করবেন। 22 অক্টোবর তিনি উত্তরকন্যায় দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। ওই দিনই দুপুরে তিনি কার্শিয়াং যাবেন বলে ঠিক হয়েছে। 23 তারিখ কার্শিয়াংএ প্রশাসনিক কর্তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করে 24 অক্টোবর কলকাতার উদ্দেশে রওনা দেবেন। গুরুত্বপূর্ণ কর্মসূচি না এসে পড়লে মুখ্যমন্ত্রী এবারের সফরসূচিতে পাহাড়কেও রেখেছেন।

ভোটের সময় প্রায় ছয় মাস বিভিন্ন প্রকল্পের কাজ বন্ধ রাখতে হয়েছিল তাই ভোটের পর মুখ্যমন্ত্রী তাঁর অফিস টিমকে নিয়ে একের পর এক জেলা সফরে বেরিয়ে পড়েছেন। পুজোর আগেই উত্তর 24 পরগনা, বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলার প্রশাসনিক বৈঠক সেরে ফেলেছেন তিনি। তবে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের রাজনৈতিক তাৎপর্য যথেষ্ট বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

2019 এর লোকসভা ভোটে উত্তর বঙ্গে বিজেপি নজর কাড়ে আটটি আসনের মধ্যে সাতটিতে জিতে। তৃণমূলকে একেবারে পেছনের সারিতে পাঠিয়ে দেয় তাঁরা। আর তারপর থেকেই উত্তরবঙ্গে আর পা রাখেননি এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, খানিকটা অভিমানেই উত্তরবঙ্গের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন তিনি। ভোট পরবর্তী পরিস্থিতিতে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির সৃষ্টি হলেও মুখ্যমন্ত্রী সেখানে যাননি। যার ফলে গুজব আরো পোক্ত হয়েছে।

অন্যদিকে, তৃণমূলের একাংশের দাবি, বিজেপি এনআরসি নিয়ে যেভাবে প্রচার করছে তাতে উত্তরবঙ্গের মানুষের মধ্যে আতঙ্ক স্পষ্ট হয়ে উঠেছে। আলিপুরদুয়ার, কোচবিহারের বহু মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী এনআরসির বিরুদ্ধে সেখানকার মানুষকে ভরসা যোগাতে যাচ্ছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের বিরোধীদল শাসক শিবিরের বিরুদ্ধে কটাক্ষ করে বলেছেন, উত্তরবঙ্গে যখন প্রয়োজন ছিল তখন মুখ্যমন্ত্রী গেলেন না। আর যখন আবার ভোট সামনে আসছে, তখন মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গের কথা মনে পড়েছে। অন্যদিকে, রাজনৈতিক বিশেষজ্ঞদের বক্তব্য হলো রাজনীতি করতে গিয়ে যদি রাজ‍্যের মানুষকে ভুলে যেতে হয়, তাহলে বোধহয় ঠিক হবে না। মানুষ কাজ দেখে ভোট দেয়।

ভোট না পেলে যদি মুখ ঘুরিয়ে নেওয়া হয় মানুষের থেকে, তাহলে মানুষও মুখ ঘুরিয়ে নেবে রাজনৈতিক দলগুলি থেকে। আপাতত উত্তরবঙ্গের উপরেই সমস্ত মনোনিবেশ করেছে রাজ্যের শাসক দল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!