এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “ধক নেই” ভোটের মুখে বিস্ফোরক ববি, বিপদ বাড়লো মমতার?

“ধক নেই” ভোটের মুখে বিস্ফোরক ববি, বিপদ বাড়লো মমতার?


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  লোকসভা নির্বাচনের দামামা বাজার আগেই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী জানিয়ে দিয়েছিলেন, দল যদি বলে, তাহলে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করে তাকে হারিয়ে দেখাবেন। স্বাভাবিকভাবেই তিনি দাঁড়াবেন কি দাঁড়াবেন না, তা নিয়ে এখনও জল্পনা চলছে। কারণ এখনও পর্যন্ত সেই আসনে বিরোধীদের তরফে প্রার্থী দেওয়া হয়নি। এমনকি বিজেপিও সেখানে প্রার্থী দেয়নি। আর এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পৌরসভার মেয়র সেই ফিরহাদ হাকিমকে বলতে দেখা গেল এক অন্য কথা। তিনি সরাসরি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে আক্রমণ করে বললেন, “ওর ধক নেই। ফাটা কলসি বাজে বেশি। ও বেশি বাজছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ার মত ক্ষমতা নেই।”

পর্যবেক্ষকরা বলছেন, ফিরহাদ হাকিম এই কথা হয়ত বললেন। কিন্তু এই চ্যালেঞ্জ যদি গ্রহণ করে সত্যি সত্যি লড়াই করেন নওশাদ সিদ্দিকি ডায়মন্ডহারবার কেন্দ্রে, তাহলে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপদের কারণ হয়ে যাবে না তো? কারণ সংখ্যালঘু ভোট এখন তৃণমূলের বড় সম্পদ। সংখ্যালঘু ভোট ছাড়া কোনো মতেই তৃণমূল জিততে পারবে না। সেদিক থেকে যদি সেই ভোটে থাবা মেরে ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকী সত্যি সত্যিই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করেন, তাহলে নিজের ভাইপোর পরাজয় চোখের সামনেই দেখতে হবে তৃণমূল নেত্রীকে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ফিরহাদ হাকিম এই কথা বলে তৃণমূল নেত্রীর বিপদ বাড়িয়ে দিল‌। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!