এবার কি শুভেন্দুকেও ডাকবে সিবিআই, জল্পনা বাড়িয়ে দিলেন সুকান্ত! বিজেপি রাজনীতি রাজ্য August 19, 2022 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- তৃণমূলের প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রতিহিংসা করার আচরণ করছে বলে দাবি শাসকদলের। তবে অন্যদিকে বিজেপিতে যাওয়ার পরে শুভেন্দু অধিকারীকে কোনোভাবেই ডাকা হচ্ছে না বলেও অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। আর এই পরিস্থিতিতে এবার শুভেন্দু অধিকারীকে নিয়ে তৈরি হওয়া প্রশ্নের জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, এদিন এই ব্যাপারে সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “দেখুন, সিবিআই একটা নির্দিষ্ট গতিপ্রকৃতিতে চলে। আমাদের দলে যখন মুকুল রায় ছিলেন, তখন তাকে সিবিআই ডেকেছিল। তারপর তিনি যখন তৃণমূলে চলে গিয়েছেন, এরপর তো আমরা প্রশ্ন করতে পারি, এখন কেন তাকে সিবিআই ডাকছে না! কিন্তু এসব কথা অমূলক। যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যিনি তদন্তের সহযোগিতা করছেন না, তাকে সিবিআই ডাকবে।” স্বভাবতই এই বক্তব্যের মধ্যে দিয়ে তাহলে কি অদূর ভবিষ্যতের শুভেন্দু অধিকারীকেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে হবে, তা নিয়ে রীতিমতো জল্পনা বাড়িয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -