এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপিকে ‘সুবিধা’ করে দিচ্ছেন কল্যাণ ব্যানার্জি? বিস্ফোরক তৃণমূল সাংসদ, উত্তাল ঘাসফুল শিবির

বিজেপিকে ‘সুবিধা’ করে দিচ্ছেন কল্যাণ ব্যানার্জি? বিস্ফোরক তৃণমূল সাংসদ, উত্তাল ঘাসফুল শিবির


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টহুগলী জেলার তৃণমূল শিবির নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। কারণ, হুগলি জেলার তৃণমূল শিবিরে চলছে ব্যাপক অন্তর্দ্বন্দ্ব। হুগলি জেলার তৃণমূল নেতারা একে অপরের বিরুদ্ধে ক্রমাগত আক্রমণ করে যাচ্ছেন। আর সেই তালিকায় এবার নাম অন্তর্ভুক্ত হলো আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের। তিনি ক্ষোভ প্রকাশ করেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে। সম্প্রতি কল্যাণ বন্দ্যোপাধ্যায় নারদা কাণ্ড নিয়ে একটি সংবেদনশীল মন্তব্য করেন। আর তাই নিয়ে মুখ খুলেছেন অপরূপা পোদ্দার।

এদিন সংবাদমাধ্যমের সামনে তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত আক্রমণ নিয়ে এবং নারদা নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন অপরূপা। পাশাপাশি তিনি জানান, এ ধরনের মন্তব্য করে তৃণমূলের বহু নেতাকে বিজেপিতে যাওয়ার সুযোগ করে দিচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাধারণ সভা থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন। পাশাপাশি তিনি নারদা এবং সারদায় অভিযুক্ত যারা তারা সিবিআই থেকে বাঁচতে বিজেপিতে যাচ্ছেন বলে মন্তব্য করেন। আর এই নিয়েই শুরু হয় বিতর্ক। শুভেন্দু অধিকারীকে নাম না করে এর আগেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় বেইমান,সুবিধাবাদী, কাপুরুষ বলে আক্রমণ করেছিলেন।

আর এই নিয়ে তৃণমূলের বহু নেতাই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর বিরোধিতা করেছেন। যেরকম আরামবাগের তৃণমূল সাংসদ অপরুপা পোদ্দার সংবাদমাধ্যমে এদিন প্রশ্ন তোলেন, দলের কোনো সিনিয়র নেতা নারদা, সারদার অভিযুক্তদের বিজেপিতে চলে যাবার কথা বলেন কিভাবে? কারণ সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত কোন রায় দেয়নি। দুটি মামলাই আদালতের বিচারাধীন। সেক্ষেত্রে এ ধরনের মন্তব্যের কি কোন কারণ আছে? পাশাপাশি অপরূপা পোদ্দার দাবি করেছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁর মন্তব্যের মাধ্যমে বিজেপিতে যাওয়ার জন্য উস্কানি দিচ্ছেন অনেককেই। একই সঙ্গে অপরূপা ব্যক্তিগত আক্রমণেরও বিরোধিতা করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পুরো বিষয়টি শীর্ষ নেতৃত্বকে জানানো হয়েছে বলে তিনি জানান। অন্যদিকে অপরূপা প্রশ্ন তুলেছেন, বিজেপিতে গেলে কি সবাই শুদ্ধ হয়ে যায়? প্রসঙ্গত, নারদা কাণ্ডে স্টিং অপারেশনে কিন্তু তৃণমূলের বহু নেতাকেই দেখা গিয়েছিল। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি প্রিয় বন্ধু মিডিয়া। তবে সূত্রের খবর, স্টিং ভিডিও অপারেশনে দেখা গিয়েছিল মুকুল রায়, শোভন চট্টোপাধ্যায় সহ ফিরহাদ হাকিম, প্রসূন বন্দোপাধ্যায়, মদন মিত্র, অপরূপা পোদ্দার, কাকলি ঘোষ দস্তিদার, সৌগত রায় সহ রাজ্যের ভূতপূর্ব মন্ত্রী শুভেন্দু অধিকারীকে। ইতিমধ্যেই মুকুল রায়, শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে যোগ দিয়েছেন। কিন্তু বাকিরা সবাই এখনো পর্যন্ত তৃণমূলেই রয়েছেন।

তবে শুভেন্দু অধিকারীকে নিয়ে কিছুটা দোলাচলে রয়েছে ইদানীং তৃণমূল। অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে সংবাদমাধ্যমের সামনে প্রতিক্রিয়া না দিলেও অন্যান্য অভিযুক্তরা কিন্তু ঘনিষ্ঠ মহলে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন। তাঁদের মতে, এধরনের মন্তব্য বিজেপিকে সুবিধা করে দিচ্ছে। পাশাপাশি দলের মধ্যে অবিশ্বাস বাড়ছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই শুভেন্দু অধিকারী মন্ত্রী থাকাকালীন নাম না করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন, কোন জনপ্রতিনিধির কাছ থেকে কোনরকম অশালীন মন্তব্য কাম্য নয়। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এই মুহূর্তে তৃণমূলের সবথেকে খারাপ সময় চলছে।

একের পর এক জেলায় শুরু হয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। যার মধ্যে হুগলি জেলার গোষ্ঠীদ্বন্দ্ব ইতিমধ্যেই সুবিধা করে দিয়েছে রাজ্য বিজেপির। যার ফল দেখা গিয়েছে লোকসভা নির্বাচনে। হুগলি জেলা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দিতে ইতিমধ্যেই তৃণমূল নেত্রী স্বয়ং আসরে নেমেছিলেন। কিন্তু তাতেও যে বিশেষ কিছুই ফারাক পড়েনি তা পরিষ্কার, নতুন করে শুরু হওয়া বিতর্ক নিয়ে। পাশাপাশি অপরূপা পোদ্দার যে অভিযোগ তুলেছ্বেন, তা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!