এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কালীঘাটের কোটি কোটি টাকার সম্পত্তি নিয়ে নতুন ঝড় তুললেন দিলীপ ঘোষ! উত্তাল রাজ্য রাজনীতি

কালীঘাটের কোটি কোটি টাকার সম্পত্তি নিয়ে নতুন ঝড় তুললেন দিলীপ ঘোষ! উত্তাল রাজ্য রাজনীতি


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্বোধন বিতর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই বাংলার রাজনৈতিক মহলে ঝড় উঠেছে। তৃণমূল ও বিজেপি নেতারা একে অপরকে বিভিন্ন নামে সম্বোধন করে থাকেন। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু কটাক্ষ করে ‘ভাইপো’ নামেই অভিহিত করে বিরোধী শিবির। আর তাই নিয়েই এবার মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাতগাছিয়ার সভা থেকে তিনি এ ব্যাপারে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি দিলীপ ঘোষকে গুন্ডা বলে অভিহিত করেন তিনি। আর এবার দিলীপ ঘোষও পাল্টা মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের পর এবার তাঁর সম্পত্তি নিয়েও বিতর্ক সৃষ্টি করলেন রাজ্য বিজেপি সভাপতি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গুন্ডা বিশেষণ পেয়ে এবার পাল্টা জবাব দিলেন দিলীপ ঘোষ। আগেই অবশ্য দিলীপ ঘোষ বলেছিলেন, তৃণমূল এতদিন গুন্ডামি করে এসেছে। এবার বিজেপির সময়। আর এদিন নাম না করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে তীব্র আক্রমণ করলেন তিনি। প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষকে আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুন্ডা মন্তব্যের কারণে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয়। আর তখনই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে ডায়মন্ড হারবারের পঞ্চায়েত ভোট নিয়ে প্রশ্ন তোলেন এবং গুন্ডা মন্তব্য খন্ডন করেন। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করেই তিনি যে সাত কোটির বাড়িতে থাকেন তা বলেন দিলীপ ঘোষ।

অন্যদিকে দিলীপ যে অন্যের বাড়িতে থাকেন সে কথাও বলেন। আর এ প্রসঙ্গেই দিলীপ কটাখ করে বলেন, মাফিয়া কে তা বোঝাই যাচ্ছে। দিলীপ ঘোষ প্রশ্ন তোলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে কিভাবে 25 টি গাড়ি থাকে? অন্যদিকে দিলীপ ঘোষ দাবি করেন, কালীঘাটের জমি বাড়ি দখল করে প্রাইভেট প্রপার্টি বাড়ানো হয়েছে। এক্ষেত্রে তিনি যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেই আসল নিশানা রেখেছেন, সে কথা বলাই বাহুল্য। রবিবার দিলীপ ঘোষ দাবি করেন, কালীঘাটের ঠিকানায় 23 টি কোম্পানি রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে রবিবার সাতগাছিয়ার সভা থেকে দিলীপ ঘোষকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম ধরেই গুন্ডা বলে আক্রমণ করেছিলেন।শুধু দিলীপ ঘোষকেই নয়, পাশাপাশি কৈলাস বিজয়বর্গীকেও বহিরাগত বলে আক্রমণ করেন অভিষেক। এরই সাথে তাঁকে ‘ভাইপো’ বলা নিয়েও কড়া মন্তব্য করেন এদিন তিনি। অন্যদিকে সাতগাছিয়া মঞ্চ থেকেই তিনি বিজেপিকে চ্যালেঞ্জ করেন, সাহস থাকলে তাঁর বিরুদ্ধে মামলা করার জন্য। আর এরই প্রতিক্রিয়া দিতে গিয়ে রবিবার দিলীপ বলেছিলেন, তৃণমূলের গুন্ডামি চলেছে এতদিন। এবার বিজেপির সময় এসেছে।

বিজেপি সূত্রে খবর, রবিবার প্রতিক্রিয়া দেওয়ার সময় দিলীপ ঘোষ জানতেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় সাতগাছিয়ার সভা থেকে তাঁর সম্পর্কে কি কি বলেছেন? পুরো মন্তব্য জানার পর এদিন সকালে দিলীপ ঘোষ প্রতিক্রিয়া দেন বলে জানা গেছে। তবে অভিষেকের সঙ্গে রাজনৈতিক লড়াই জমে উঠেছে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দিলীপ ঘোষ গুন্ডা এই কথাটিও কিন্তু মানহানিকর বলেই মনে করা হচ্ছে। আর সেক্ষেত্রে গেরুয়া শিবির কিন্তু চুপ করে বসে থাকবে না বলেই মনে করছেন রাজনৈতিক মহলের অনেকেই।

আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মানহানিকর মন্তব্য করার জন্য যেকোনো সময় কিন্তু আদালতের মুখোমুখি হতেই পারেন বলে দাবি অনেকেরই। অন্যদিকে রাজ্য রাজনীতিতে দিলীপ ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোটি টাকার সম্পত্তির কথা বলে রীতিমতন বিতর্ক সৃষ্টি করেছেন বলে মনে করা হচ্ছে। আর এই বিতর্কের রেশ যে এত তাড়াতাড়ি থামবে না, সে কথা বলাই বাহুল্য। সবমিলিয়ে একুশের বিধানসভা নির্বাচনের নিরিখে দিলীপ অভিষেক দ্বন্দ্ব যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ সেকথা এক বাক্যে স্বীকার করে নিচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!