এখন পড়ছেন
হোম > অন্যান্য > গুগলের ধাক্কায় ‘হারিয়ে’ গিয়েও অবশেষে ফিরে এল পেটিএম! স্বস্তির নিশ্বাস অ্যাকাউন্ট হোল্ডারদের

গুগলের ধাক্কায় ‘হারিয়ে’ গিয়েও অবশেষে ফিরে এল পেটিএম! স্বস্তির নিশ্বাস অ্যাকাউন্ট হোল্ডারদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- অবশেষে গ্রাহকদের স্বস্তি দিয়ে ফিরে এলো জনপ্রিয় পেমেন্ট অ্যাপ পেটিএম। গতকাল আকস্মিকভাবে গুগল থেকে এই অ্যাপটিকে সরিয়ে নেবার ফলে সৃষ্টি হয়েছিল আতঙ্ক। তবে আবারও শুক্রবার সন্ধ্যায় গুগল প্লে স্টোরে দেখা গেল দেশের অন্যতম জনপ্রিয় ডিজিটাল লেনদেনের এই অ্যাপটিকে। টুইটারে সংস্থার তরফে আপডেট দিয়ে বলা হয় যে, তাঁরা আবার ফিরে এসেছেন নতুনভাবে।

তবে সেই সঙ্গে অ্যান্ড্রয়েড সিকিউরিটি এন্ড প্রাইভেসি প্রোডাক্ট বিভাগের তরফ থেকে জানানো হয় যে গুগল কখনোই অনলাইন জুয়ার অনুমোদন করে না এবং কোনো অনিয়ন্ত্রিত জুয়াকে সমর্থন করে না। যারা এই সমস্ত খেলার ব্যাটিং এর সঙ্গে জড়িত, সে সম্পর্কেও কোনো দায়িত্ব নেয় না গুগল।শুধু তাই নয়, তিনি আরো জানান যদি কোন অ্যাপ তার গ্রাহককে অন্য কোন বাহ্যিক ওয়েবসাইটের সঙ্গে যুক্ত হতে বলে, যা কিনা কোনো প্রতিযোগিতা থেকে অর্থ পুরস্কার জেতার সুযোগ দেয়, সে ক্ষেত্রেও একই ভাবে নীতি লংঘন করা হবে বলেই ধরে নেওয়া হয়।

অন্যদিকে এদিন গুগল প্লে স্টোর থেকে বাদ পড়ার পরেই পেটিএমের তরফে আতঙ্কিত ইউজারদের উদ্দেশ্যে জানানো হয়েছিল যে, গুগলের সঙ্গে তারা এ নিয়ে কথোপকথন চালাবে এবং অ্যাপটি রিস্টোর করার ক্ষেত্রেও কথা বলবে। সে ক্ষেত্রে গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তারা গ্রাহকদেরকে নিশ্চিত করতে চান যে তাদের ব্যালেন্স এবং লিঙ্ক করা অ্যাকাউন্টগুলি সুরক্ষিত অবস্থানে রয়েছে এবং তাদের পরিষেবা কার্যকর রয়েছে। অ্যাপের মাধ্যমে তাই গ্রাহকরা অ্যাপটিকে আগের মতই উপভোগ করতে পারবেন।

[content_block id=39107

শুধু তাই নয় সেই সময় অ্যাপটি সাময়িকভাবে গুগল প্লে স্টোরে নতুন করে ডাউনলোড বা আপডেট করা না গেলেও খুব শিগগিরই যে এই সমস্যাও দূর হয়ে যাবে, সেই কথাও জানিয়েছিলেন তিনি। ফলে টাকা সুরক্ষিত থাকার সঙ্গে সঙ্গে গ্রাহকেরা আবার আগের মতোই অ্যাপটি উপভোগ করতে পারেন বলে জানা যায়। প্রসঙ্গত উল্লেখ্য, গুগল প্লে স্টোর থেকে সম্প্রতি এই অ্যাপটিকে সরিয়ে দেওয়ার কারণস্বরূপ বেআইনি জুয়া সংযোগকেই দায়ী করেছিল গুগোল সংস্থা। জানা গিয়েছিল, বেআইনি জুয়া খেলায় অনেকদিন থেকেই মদত দিচ্ছিল পেটিএম অ্যাপটি।

তবে এই নিয়ে গুগোল অনেক বার সতর্ক করলেও তারা নিজেদের কর্মকাণ্ড থামায়নি। যার ফলস্বরুপ এই সিদ্ধান্ত নিয়েছিল গুগল। ফলে নিজেদের প্লেস্টোর থেকে এই অ্যাপটিকে সরিয়ে দিয়েছে বলেই জানা গেছিলো।তবে এর পেছনে মনে করা হচ্ছিল অন্য কোনো কারণ থাকতে পারে। ভারতে জনপ্রিয় খেলার ওপর বাজি ধরা অনেকদিন নিষিদ্ধ হয়ে গেছে। কিন্তু বিভিন্ন ফ্যান্টাসি পোর্টস যেখানে ব্যবহারকারীরা তাদের পছন্দের নির্বাচন করে নেন, তাদের পছন্দের দল বা খেলোয়াড়দের নিয়ে খেলেন, সেখানে ভারতে এমন কাজ বেআইনি হলেও তা অনেক ক্ষেত্রেই দেখা যায়।

সম্ভবত আইপিএল নিয়ে প্রতিবছর যে বেআইনি জুয়া খেলার অভিযোগ আসে, সেই বেআইনি কাজ থামতেই এমন কাজ করা হয়েছে বলেই মনে করা হচ্ছিল। যে কারণে ক্রিকেট টুর্নামেন্ট শুরু হওয়ার মাত্র একদিন আগেই গুগল এমন একটি সিদ্ধান্ত নিয়েছিল বলেও অনুমান করা হয়। তবে এক্ষেত্রে কেবলমাত্র পেটিএম নয়, তার সঙ্গে অন্যান্য এমন বিভিন্ন অ্যাপ যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এরকম জুয়ার সঙ্গে জড়িত রয়েছে তাদের ক্ষেত্রেও এটা সতর্কতাবাণী হিসেবেই কার্যকরী হবে বলেই মনে করছেন অনেকে। তবে শেষমেষ নিজেদের জনপ্রিয় অ্যাপ ফিরে পেয়ে, ব্যবহারকারীরা যে আপাতত শান্তির নিশ্বাস ফেলছেন, সেটা বলাই বাহুল্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!