এখন পড়ছেন
হোম > অন্যান্য > নুসরত থেকে সায়ন্তিকা, পল্লবী থেকে অর্পিতা – ‘ ভার্চুয়াল ‘ রাখি কিভাবে পালন সেলিব্রিটিদের?

নুসরত থেকে সায়ন্তিকা, পল্লবী থেকে অর্পিতা – ‘ ভার্চুয়াল ‘ রাখি কিভাবে পালন সেলিব্রিটিদের?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাখি!!!!! রাখি শব্দটির সঙ্গে ভাই বোন কথাটি যেন অঙ্গাঙ্গী ভাবে জড়িত আছে। শ্রাবণ মাসের পূর্ণিমার শুভ তিথিতে পালিত এই উৎসবটি এখন শুধু ভাই বোন এর মধ্যে সীমাবদ্ধ নেই, সর্বোপরি ভালোবাসার বন্ধনে পরিণত হয়েছে।রাখি বন্ধনের ইতিহাস বলতে বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথ ঠাকুরের পালিত উৎসবের কথা আমাদের মনে এলেও পুরাণ ও ইতিহাসেও আছে পবিত্র এই বাঁধনের কাহিনি। কি সেই কাহিনি? শুনে নিন।

মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণ একটি কলঙ্কিত অধ্যায়।তবে সেই অপমানের হাত থেকে কৃষ্ণ যে তাকে বাঁচিয়েছিলেন তার মহিমা সবাই জানি। কিন্তু এর পিছনে আছে যুদ্ধের সময় কৃষ্ণের রক্তাক্ত হাতে বেঁধে দেওয়া দ্রৌপদীর বস্ত্রের কাহিনি। যার পরই তিনি দ্রৌপদীকে বোন বলে স্বীকার করে নেন এবং বোনকে যথা সময়ে রক্ষা করেন অপমান থেকে। এছাড়া বলি রাজা ও লক্ষীর রাখি বন্ধনের কাহিনীও পুরাণে বর্ণিত হয়েছে।

শুধু তাই নয়, ইতিহাসে আলেকজান্ডারের স্ত্রীর পুরু রাজার হাতে বেঁধে দেওয়া সুতোর কাহিনীও জানা যায়। চিতরের রানী কর্ণবতী ও সম্রাট হুমায়ূনের রাখী বন্ধনের কাহিনীও ইতিহাসে বিরল নয়। রাজস্থানি লোককথায় যার উল্লেখ পাওয়া যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে সময় যত এগিয়েছে জাতিভেদ এর গণ্ডি পেরিয়ে এই প্রথা হয়ে উঠেছে এক সার্বিক মেলবন্ধনের উৎসব। সমস্ত অসুবিধে জয় করে এই দিনটিতে বোনেরা দাদা এর কাছে পৌঁছোবেনা সেটা সম্ভব নয়।বর্তমানে বিশ্বজুড়ে চলছে করোনা সতর্কতা। তবে এরই মধ্যে আপনার প্রিয় সেলিব্রিটিরা কিভাবে পালন করলেন এই শতাব্দী পুরানো প্রথা? জেনে নিন।

কোথাও সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া কোনো পোস্টে দেখা যাচ্ছে পল্লবী চ্যাটার্জী রাখি পরাচ্ছেন দাদা প্রসেনজিৎকে। আবার কোথাও দেখা যাচ্ছে সায়ন্তিকা রাখি পরিয়ে দিচ্ছেন প্রিয় ভাইকে। এই তালিকা থেকে বাদ যাননি দেব, শ্রীমা ভট্ট্যাচার্য্যও। শুধু রাখি পালনই নয়, অনুরাগীদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানতেও ভোলেননি তারা।

তবে কেউ কেউ আবার হয়েছেন স্বাস্থ্য সচেতন। তাই সোশাল ডিস্টান্সিং মেনে পালন করেছেন ভার্চুয়াল রাখি। সেখানে পুরনো দিনের স্মরণীয় রাখীর স্মৃতি সেয়ার করেছেন অনেকে। সেই তালিকায় নুসরত থেকে আছেন অপরাজিতা।তবে আপনি কি ভাবছেন। যদি এই ঘটনাগুলো আপনাকেও মনে করিয়ে দেয় আপনার ভাই – বোন বা দাদা – দিদি কে তবে দেরি না করে আপনিও সামিল হোন এই উৎসবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!