এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > করোনা প্রাণ কেড়ে নিল জনপ্রিয় বামনেত্রীর, শোকের ছায়া রাজনীতি মহলে

করোনা প্রাণ কেড়ে নিল জনপ্রিয় বামনেত্রীর, শোকের ছায়া রাজনীতি মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রতিদিন বহু মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে মারণব্যাধি করোনা। সমাজের জনপ্রিয়, গন্যমান্য ব্যক্তিরাও রেহাই পাচ্ছেন না এই মারণব্যাধির হাত থেকে। একের পর এক প্রথিতযশা প্রাণ ত্যাগ করেছেন করোনা সংক্রমণে। এবার করোনা সংক্রমণে প্রাণ হারালেন বাম নেত্রী শর্মিষ্ঠা চৌধুরী। ভাঙ্গড় আন্দোলনে বিশেষ অবদান ছিল তাঁর। মাত্র ৩৯ বছর বয়সে তাঁর মৃত্যু ঘটলো।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানের স্নাতক হয়েছিলেন শর্মিষ্ঠা চৌধুরী। পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনের উপরে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছিলেন তিনি। শিক্ষা সমাপ্ত করে একটি ইংরেজি দৈনিকে সাংবাদিকতার কাজ শুরু করেন তিনি। এরপর গণ আন্দোলনের সঙ্গে নিজেকে যুক্ত করেন তিনি ও তাঁর স্বামী অলীক চক্রবর্তী। দুজনের চেষ্টায় সিপিআইএমএল রেড ষ্টার গঠন করা হয়। ভাঙ্গড়ে পাওয়ার গ্রিড আন্দোলনের অন্যতম স্তম্ভ ছিলেন তিনি ও তাঁর স্বামী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কৃষি জমির মধ্যে পাওয়ার গ্রিড বসানো হলে সাধারণ মানুষ যে যথেষ্ট বিপাকে পড়বেন, সে কথা মানুষকে বুঝিয়েছিলেন তিনি। এরপর, ২০১৭ সালে ভাঙড় থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর নামে এ সময় পুলিশ স্বতঃপ্রণোদিত এফআইআর করেছিল। নিউটন থানাতে জেরা করা হয়েছিল তাকে। এরপর তিনি মুক্তি পান। তাঁর মুক্তির জন্য বহু মানুষ সরব হয়েছিলেন। শেষ পর্যন্ত পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলন তীব্র হয়ে ওঠে। তাঁর প্রচেষ্টায় সাধারণ মানুষের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয় সরকার। শ্রমিক আন্দোলন ও নারী আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

গত মাসে তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিলেন তিনি। কিন্তু আবার তিনি একাধিক শারীরিক সমস্যায় আক্রান্ত হন। ক্রমশ শারীরিক অবস্থার অবনতি ঘটার কারণে, আবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে গতকাল তাঁর মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুতে রাজনীতি মহল সহ সমস্ত মহলে শোকের ছায়া নেমে এসেছে। জানা যাচ্ছে, কলকাতার কোন একটি মেডিকেল কলেজে দান করা হবে তাঁর মৃতদেহ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!