এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মালদহ, মুর্শিদাবাদে নিশ্চিহ্ন হবে তৃণমূল! “মিলিয়ে নেবেন” চ্যালেঞ্জ শুভেন্দুর!

মালদহ, মুর্শিদাবাদে নিশ্চিহ্ন হবে তৃণমূল! “মিলিয়ে নেবেন” চ্যালেঞ্জ শুভেন্দুর!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- হিন্দু সনাতনীরা যে আর তৃণমূলের পাশে নেই, এটা তৃণমূল কংগ্রেসও খুব ভালো মত জানে। তাদের একমাত্র আশা, ভরসার জায়গা সংখ্যালঘু ভোট। কিন্তু সেখানেও এবার থাবা বসতে চলেছে। এতদিন সিএএর ভয় দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের বোকা বানিয়ে ছিলেন বলে অভিযোগ বিরোধীদের। কিন্তু এবার আর সংখ্যালঘুরা তাদের পাতা ফাঁদে পা দেবে না। মালদা, মুর্শিদাবাদ নিয়ে তৃণমূল যে আশা করছে যে, সেখানে সংখ্যালঘু ভোট আছে, তাই তারা বাজিমাত করবে, তাহলে তারা ভুল করছে। অতীতে শুভেন্দু অধিকারী ছিল বলে এই সমস্ত কেন্দ্রে ঘাসফুল ফুটেছিল। আর এবার শুভেন্দু অধিকারী না থাকার জন্য এই মালদা থেকে শুরু করে মুর্শিদাবাদের কি করুন ফলাফল দেখতে হয় তৃণমূল কংগ্রেসকে, তা যথা সময়েই তারা দেখতে পাবে।

প্রসঙ্গত, এদিন মুর্শিদাবাদে একটি কর্মী সভায় উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মালদা এবং মুর্শিদাবাদের কি ফলাফল হবে, তা জানিয়ে দেন তিনি। রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “4 তারিখ বিকেলে আপনাদের সঙ্গে কথা হবে। আপনারা মিলিয়ে নেবেন। আমি বলে গেলাম, মালদা এবং মুর্শিদাবাদে তৃণমূল তৃতীয় হবে। ওরা নিশ্চিহ্ন হয়ে যাবে।” অনেকে বলছেন, তৃণমূল ছেড়ে বিজেপিতে যুক্ত হওয়ার পর এটা প্রথম শুভেন্দু অধিকারীর লোকসভা ভোট। স্বাভাবিকভাবেই তার রাজনৈতিক কারিশমা কতটা, সেটা এবার দেখার মত বিষয় রয়েছে। তাই তিনি যা বলছেন, তা যদি খাতায়-কলমে হয়ে যায়, তাহলে বুঝে নিতে হবে, তৃণমূলের মধ্যে যখন শুভেন্দু অধিকারী ছিলেন, তখন তিনিই ছিলেন মুশকিল আসান। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিশমা বলে কিছুই ছিল না। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!