এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ৩৫ বছরের বাম দুর্গের অবসান পশ্চিম বর্ধমানে, নিরঙ্কুশ জয় পেয়ে বিজয়োৎসব শাসকদলের

৩৫ বছরের বাম দুর্গের অবসান পশ্চিম বর্ধমানে, নিরঙ্কুশ জয় পেয়ে বিজয়োৎসব শাসকদলের

রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা শুরু থেকে যে ছবি কোনোদিন দেখা যায় নি, এবার রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সৌজন্যে তাই হল শেষপর্যন্ত। দীর্ঘ ৩৫ বছরের বাম দুর্গের অবসান ঘটিয়ে পশ্চিম বর্ধমানের অন্ডালের খাঁদরা গ্রাম পঞ্চায়েতের দখল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিল তৃণমূল কংগ্রেস। ২২ আসনের এই গ্রাম পঞ্চায়েতের সবকটি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল তারা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে ২২ টি আসনের মধ্যে ১৯ টিই ছিল বামেদের দখলে। এই পঞ্চায়েতের, সিদুঁলি কোলিয়ারি এলাকা সিপিআই ও খাঁদরার গ্রাম এলাকা সিপিএমের দুর্ভেদ্য ঘাঁটি বলে পরিচিত ছিল। এবারেও ২২ তীর মধ্যে ২০ টি আসনে মনোনয়ন জমা দেন বাম প্রার্থীরা। কিন্তু সবকটি আসন থেকেই শেষমেশ মনোনয়ন প্রত্যাহার করে নেন তাঁরা। যদিও বামেদের অভিযোগ, শাসকদলের বহুমাত্রিক আক্রমণের কাছে ভয় পেয়ে প্রার্থীপদ প্রত্যাহারে বাধ্য হয়েছে বাম প্রার্থীরা। ৩৫ বছরের বামদুর্গের অবসান ঘটিয়ে সেখানে রীতিমত বিজয়োল্লাস শুরু হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!