এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নিখোঁজ পোস্টারের মোক্ষম জবাব বাবুল সুপ্রিয়র, বিখ্যাত কবিতা তুলে ধরে তুলোধোনা তৃণমূলকে

নিখোঁজ পোস্টারের মোক্ষম জবাব বাবুল সুপ্রিয়র, বিখ্যাত কবিতা তুলে ধরে তুলোধোনা তৃণমূলকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে নিখোঁজ পোস্টার পাওয়া গিয়েছিল জামুরিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। গত বুধবার এই ধরণের বহু পোস্টার পাওয়া যায়। এই পোস্টারের নিচে লেখা ছিল, জামুরিয়ার নাগরিকবৃন্দ। হিন্দি ভাষায় এই পোস্টারগুলি দেওয়া হয়েছিল। যেখানে লেখা ছিল গুমশুদা বাবুল, তালাশ চাহিয়ে। অভিযোগ করা হয়েছিল, করোনা সংক্রমণ কালে, যশ বিপর্যয়ের সময়ে নিখোঁজ রয়েছেন বাবুল সুপ্রিয়। এরপর সোশ্যাল মিডিয়ায় এর মোক্ষম জবাব দিলেন বাবুল সুপ্রিয়।

নিখোঁজ পোস্টার দেবার ঘটনায় তৃণমুলকেই অভিযুক্ত করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি জানালেন নোংরা রাজনীতি করা হল তৃণমূল কংগ্রেসের বৈশিষ্ট্য। এটা তাঁদের নেত্রীর অনুপ্রেরণাতেই তাঁরা করে থাকেন। কাজেই তাঁরা কোথায় কোন দেওয়ালে তাঁর ব্যাপারে কি লিখলেন? তার জবাব তিনি কাজের মাধ্যমে দেওয়াটাই ঠিক বলে মনে করেন। এবং সেটাই তিনি করেন ও করবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কবি সত্যেন্দ্রনাথ দত্তের একটি কবিতা তুলে ধরে তাঁর বিরুদ্ধে আনা নিখোঁজ পোস্টারের জবাব দিলেন তিনি, যে কবিতাটি হলো, “কুকুরের কাজ, কুকুর করেছে…”। এ প্রসঙ্গে বাবুল সুপ্রিয় জানান, কাজের জন্য অনেকটা সময় তাঁকে দিল্লিতে থাকতে হয়, কিন্তু তাহলেও আসানসোল বাসীর কাছ থেকে তাঁকে দূরে সরানো যাবে না। মুখ্যমন্ত্রীর তৈরি করা সমস্ত রকম বাধার রাজনীতি কাটিয়ে নিরলসভাবে কাজ করার চেষ্টা করে যাবেন তিনি। আর এর ফল তিনি পাবেন। বাবুল সুপ্রিয় জানিয়েছেন, দুর্নীতিপরায়ণ তৃণমূল নেতাদের মতো কালো কাচে ঢাকা লাল বাতি লাগানো গাড়ি দিয়ে ঘুরে বেড়ান না তিনি, সাধারণ মানুষের মতো তিনি ঘোরাফেরা করেন, বাইক চালান, চায়ের দোকানে বসেন, খেলার মাঠে খেলেন।

তাই ২০১৪ সালে তিনি যে ভোট পেয়েছিলেন, ২০১৯ সালে তার তিনগুণ ভোটে মানুষ তাঁকে জয়ী করেছেন। তিনি জানালেন, তিনি তাঁর কাজের মাধ্যমেই মানুষের ভালোবাসা পেয়েছেন। তাঁকে অনেকটা সময় দিল্লিতে কাটাতে হয়, কিন্তু তাঁর মনটা আসানসোলের ভালো কাজেই পড়ে থাকে। তাই সাত বছর সাংসদ, মন্ত্রী থেকেও কয়লা, বালি, লোহা, গরু মাফিয়াদের সাথে তাঁর ঘনিষ্ঠতা নেই, টাকাও নেই। তাদের টাকা কে নেয়? আসানসোল বাসীরা সকলেই জানেন। তিনি জানান, তিনি সিন্ডিকেট চালান না, তোলাবাজি করেন না, গুন্ডা পোষেন না, গুন্ডা পাশে রাখেন না। তাই তৃণমূলের অপপ্রচার, অত্যাচার সমস্ত কিছু থাকলেও তিনি মানুষের পাশে ছিলেন, আছেন ও থাকবেন। তাদের অনুপ্রেরণাতেই লড়াই করবেন ও জিতবেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!