এখন পড়ছেন
হোম > জাতীয় > মধ্যপ্রদেশ এক্সিট পোল – একনজরে সব কটি বড় সংস্থার করা সমীক্ষা এক জায়গায় – কি হবে শেষ ফলাফল?

মধ্যপ্রদেশ এক্সিট পোল – একনজরে সব কটি বড় সংস্থার করা সমীক্ষা এক জায়গায় – কি হবে শেষ ফলাফল?


আসন্ন লোকসভা নির্বাচনের আগে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন কার্যত সেমিফাইনাল সকল রাজনৈতিক দলগুলির কাছে। আজ সেই নির্বাচনের শেষ পর্বের ভোটগ্রহণ শেষ হল। নির্বাচন কমিশনের নির্দেশানুসারে এতদিন এর কোন সমীক্ষা প্রকাশ করা সম্ভব ছিল না।

কিন্তু, আজ বিকেল ৫:৩০ টায় সেই বিধি নিষেধ উঠে যাওয়ার পর প্রায় সকল সর্বভারতীয় সংবাদমাধ্যম নিজেদের এক্সিট পোল নিয়ে আসছে। আমরা একে একে তুলে ধরব সেই এক্সিট পোলের পুঙ্খানুপুঙ্খ হিসাব।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না – তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

রাজ্যের নাম – মধ্যপ্রদেশ
মোট আসন – ২৩০
ফলাফল ঘোষণা হবে – ২৩০
সংখ্যাগরিষ্ঠতার জন্যে দরকার – ১১৬
ক্ষমতায় ছিল – বিজেপি

এবিপি-সিএসডিএসের সমীক্ষা অনুযায়ী –
কংগ্রেস – ১২৬
বিজেপি – ৯৪
অন্যান্য – ১০

সি-ভোটারের সমীক্ষা অনুযায়ী –
কংগ্রেস – ১০৫
বিজেপি – ১১৮
অন্যান্য – ৭

ইন্ডিয়া টুডে ও অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী –
কংগ্রেস – ১১৩
বিজেপি – ১১১
বিএসপি – ২
অন্যান্য – ৪

জন-কি-বাতের সমীক্ষা অনুযায়ী –
কংগ্রেস – ১০৫
বিজেপি – ১১৮
অন্যান্য – ৭

নিউজ ২৪ পেসের সমীক্ষা অনুযায়ী –
কংগ্রেস – ১১৫
বিজেপি – ১১০
অন্যান্য – ০

টাইমস নাও-সিএনএক্সের সমীক্ষা অনুযায়ী –
কংগ্রেস – ৮৯
বিজেপি – ১২৬
বিএসপি – ৬
অন্যান্য – ৯

টুডেস চাণক্যের সমীক্ষা অনুযায়ী –
কংগ্রেস – ১২৫
বিজেপি – ১০৩
অন্যান্য – ২

* এই সমীক্ষার কোনোটিই প্রিয় বন্ধু মিডিয়ার করা নয় বা প্রিয় বন্ধু মিডিয়ার সঙ্গে এই সমীক্ষাগুলির কোনোরূপ সম্পর্ক নেই। তাই এই সমীক্ষাগুলির একটিরও কোনো দায় বা দায়িত্ত্ব প্রিয় বন্ধু মিডিয়ার নেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!