এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > নন্দীগ্রামে ভোট মেটার পরেই উত্তরবঙ্গে মমতা, বিজেপি গড়ে সভা!

নন্দীগ্রামে ভোট মেটার পরেই উত্তরবঙ্গে মমতা, বিজেপি গড়ে সভা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কথা ছিল, নন্দীগ্রামে নির্বাচনের দিনে উত্তরবঙ্গ সফরে বেরিয়ে যাবেন তিনি। কিন্তু পরিস্থিতি যাতে আয়ত্তের বাইরে বেরিয়ে না যায়, তার জন্য ভোটের দিন অর্থাৎ বৃহস্পতিবার সারাদিন নন্দীগ্রামেই ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নন্দীগ্রামের নির্বাচন শেষ হওয়ার সাথে সাথেই এবার নির্বাচনী প্রচারের জন্য উত্তরবঙ্গে পা রাখতে চলেছেন তৃণমূল নেত্রী।

জানা গেছে, আজ উত্তরবঙ্গের দুই জেলায় তিনটি জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই গত লোকসভা নির্বাচনে যে উত্তরবঙ্গে বিজেপির প্রভাব লক্ষ্য করা গেছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এখন থেকেই বাড়তি নজর দিয়ে সভা-সমিতির মধ্যে দিয়ে তৃণমূলের ভোটব্যাংক বৃদ্ধি করতে চাইছেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, আজ কোচবিহার এবং আলিপুরদুয়ারের তিনটি জনসভা করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। যে জনসভা থেকে উত্তরবঙ্গের 14 টি আসনের জন্য ভোটের প্রচার করবেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী 10 এপ্রিল রাজ্যে চতুর্থ দফার নির্বাচনে রয়েছে। যার মধ্যে রয়েছে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলির পাশাপাশি উত্তরবঙ্গের কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার একাধিক আসনে ভোট। তাই এই উত্তরবঙ্গের দুই জেলা অর্থাৎ কোচবিহার এবং আলিপুরদুয়ারের যে সমস্ত কেন্দ্রে ভোট, সেখানকার প্রচার করতে এবার উত্তরবঙ্গে পা রাখতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এক প্রকার চ্যালেঞ্জ রাজ্যের ক্ষমতা দখল করা। আর সেই কারণে দ্বিতীয় দফার ভোট শেষ হওয়ার সাথে সাথেই সামনের দিনে উত্তরবঙ্গের যে সমস্ত আসনে ভোট রয়েছে, তার দিকে নজর দিতে চলেছেন তৃণমূল নেত্রী। কেননা গত লোকসভা নির্বাচনে এই উত্তরবঙ্গের 8 টি কেন্দ্রের মধ্যে 7 টি আসনে ফুটে গিয়েছে পদ্মফুল। আর তারপর থেকেই উত্তরবঙ্গের ক্রমশ ব্যাকফুটে তৃণমূল কংগ্রেস।

তবে বিধানসভা নির্বাচনে যাতে তা না হয় এবং বেশিরভাগ আসন যাতে তাদের দখলে আসে, তার জন্য প্রতি মুহূর্তে চেষ্টা চালিয়ে যাচ্ছে ঘাসফুল শিবির। তাই শেষ মুহূর্তে আগামী দিনে যে সমস্ত কেন্দ্রে ভোট রয়েছে, সেখানকার প্রচার করতে আজই উত্তরবঙ্গে পা রাখতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, দিনহাটায় তৃণমূল প্রার্থী উদয়ন গুহর সমর্থনে দিনহাটা টাউনে একটি সভা করবেন তৃণমূল নেত্রী।

পরবর্তীতে তুফানগঞ্জের তৃণমূল প্রার্থী প্রণব কুমার দের সমর্থনে তুফানগঞ্জ এসএমএ মাঠে এবং ফালাকাটার টাউন ক্লাবের মাঠে তৃণমূল প্রার্থী সুভাষ রায়ের সমর্থনে সভা করার কথা রয়েছে তার। সব মিলিয়ে উত্তরবঙ্গের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!