এখন পড়ছেন
হোম > রাজ্য > আরাবুলের সভা ছাড়ার পরেই বোমাবাজি ফের উত্তপ্ত ভাঙড়

আরাবুলের সভা ছাড়ার পরেই বোমাবাজি ফের উত্তপ্ত ভাঙড়

গাজিপাড়ার এক চক্ষু পরীক্ষা শিবিরে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল গোটা এলাকা।
আজ স্থানীয় একটি ক্লাবের তরফে ভাঙড়ের গাজিপাড়া এলাকায় চক্ষু পরীক্ষার শিবিরের আয়োজন করা হয়। সেই সভার প্রধান অতিথি তৃণমূল নেতা আরাবুল ইসলাম চক্ষু পরীক্ষার শিবির উদ্বোধন করে চলে যাওয়ার পরই সেই সভায় হামলা এবং ভাঙচুর করে কয়েকজন। অভিযোগ এসেছে যে, স্থানীয় তৃণমূল নেতা নান্নু হোসেনের অনুগামীরা রীতিমতো বোমা বন্দুক নিয়ে সেখানে হামলা করে । এবং ঘটনার তদন্ত শুরু করেছে কাশীপুর থানার পুলিশ। আরাবুল ইসলাম বলেন, “যারই লোক হোক, সে যে দলেরই লোক হোক শাস্তি পাবেই। এরা দলের নাম করে তোলাবাজি করবে। দলের বিরুদ্ধে তোলাবাজি করবে। এদের প্রশ্রয় দেওয়া যাবে না। প্রশাসন খুব দ্রুত পদক্ষেপ নিয়েছে। যারা হামলা করেছে তাদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছি।” ইতিমধ্যে কাশিপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তার তদন্ত শুরু করে দিয়েছেন।
পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব শাসক দলের ওপর কতটা প্রভাব ফেলবে তা নিয়ে চিন্তায় রাজ্যের রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!