সরস্বতী পুজো নিয়েও উঠলো ভারতী ঘোষ প্রসঙ্গ রাজ্য January 24, 2018 দুর্নীতি সহ বিজেপিকে সমর্থনের বিতর্কে ভারতী ঘোষের পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন রয়ে গেছে ঠিকই। কিন্তু তৃনমূলের অন্দরে ভারতী ঘোষ প্রসঙ্গ কার্যত উহ্য। রাজনৈতিক মহল থেকে তো বটেই সরস্বতী পুজোর থিমেও তা বহাল থাকল। মেদিনীপুরের কলেজ মোড়ে তৃনমূলের ছাত্র সংগঠনের সরস্বতী পুজোতে থিম রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতিকৃতি। এই পুজোর উদ্বোধনে এসেছিলেন অনির্বান দত্ত ,অনন্যা সাহা। এদিন অনির্বান দত্ত ভারতী ঘোষ প্রসঙ্গ তুলে বলেন, পুজোয় সকলেই রয়েছেন মোদি থেকে মমতা। শুধু ভারতী ঘোষ নেই। শুধু এই পূজো না মেদিনীপুরের তৃনমূল প্রভাবিত পূজোগুলিতে এই বিষয়ে কথা বলতে নারাজ কর্তৃপক্ষ। যদিও যুব তৃনমূলের জেলা সভাপতি ও ‘গরিমা’ ক্লাবের অন্যতম পূজো উদ্যোক্তা রামপ্রসাদ গিরির মন্ত্যব্য, ক্লাবের ছেলেরা যা ভালো মনে করেছে সেটাই করেছে।অনেক কিছুই ঘটে ।সব ঘটনা পুজোর থিমে রাখা যায় না । যদিও অন্যদিকে ‘প্রগতি’ ক্লাবের পুজোয় ভারতী ঘোষ সহ বিমল গুরুং, ছত্রধর মাহাতো, মুকুল রায় , আনিসুর রহমানের ছবি রাখা হয়েছে। কারণ তাদের থিম “ইউজ এন্ড থ্রো” । ছাত্র পরিষদের রাজ্য সহ-সভাপতি মহম্মদ সাইফুলের বলেন, “ব্যবহার করে ছুঁড়ে ফেলাটাই তো তৃনমূলের রীতি।” যদিও এই মন্ত্যব্য ঘিরে বিতর্কের তৈরি হয়েছে। বিরোধীদের দাবি , তৃনমূল ব্রাত্য জিনিসের মতো নেতা মন্ত্রীদেরও ছুড়ে ফেলে দেয়। তাদের দল নীতিগত দিক এই কথায় বিশ্বাসী। আপনার মতামত জানান -