এখন পড়ছেন
হোম > জাতীয় >  প্রকাশ কারাত সম্পর্কে মুখ খুললেন সোমনাথ চট্টপাধ্যায়

 প্রকাশ কারাত সম্পর্কে মুখ খুললেন সোমনাথ চট্টপাধ্যায়


শুধুমাত্র রাজ্যস্তরে নয় কেন্দ্রীয় স্তরেও বিধস্ত সিপিআইএম ।ভোট ব্যাঙ্কে ক্রমাগত রক্তক্ষয় সিপিএমের সাংগঠনিক ভিত্তিতেও প্রভাব ফেলছে। এই পরিস্থিতিতে দল থেকে বহিষ্কৃত বর্ষীয়ান সিপিএম নেতা সোমনাথ চট্টপাধ্যায় এর নতুন করে চাপের মুখে সিপিআইএম। বুধবার সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষায়তকারে তিনি বলেন, কারাত লবি শক্তিশালী হওয়ায় সিপিএমের ভবিষ্যত অনুজ্জ্বল। দেশে এই বামশক্তি ক্রমশ দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাচ্ছে।

উল্লেখ্য, এই বর্ষীয়ান নেতার সাথে প্রকাশ কারাতের সম্পর্ক তিক্ত আগাগোড়াই। ২০০৭ সালে কারাতের লবির জোরেই দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন সোমনাথবাবু । এরপর থেকে সুযোগ পেলেই সমালোচনা করতে ছাড়েন না লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টপাধ্যায়। তিনি এদিন সীতারাম ইয়েচুরির পদত্যাগের প্রস্তাব প্রসঙ্গে বলেন। কারাতের লবির চাপের মুখে পরেই পদত্যাগ করতে চেয়েছিলেন সীতারাম ইয়েচুরি। এবং যেভাবে তাঁর প্রস্তাব খারিজ হয়েছে তাতে স্পষ্ট দলে এখনো কারাত লবি বেশ শক্তিশালী।যার প্রভাব পড়ছে দলের অন্দরে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!