এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলার মাটির টানে, নিজস্ব ঐতিহ্যে স্বাগত জানানো হবে বিজেপি সর্বভারতীয় সভাপতিকে

বাংলার মাটির টানে, নিজস্ব ঐতিহ্যে স্বাগত জানানো হবে বিজেপি সর্বভারতীয় সভাপতিকে

আগামী ২৭ জুন রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তাই দলের জাতীয় নেতাকে স্বাগত জানাতে জোরকদমে প্রস্তুতিও শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি। মূলত বাংলার চিরপরিচিত কৃষ্টি ও সংস্কৃতির ছোঁয়ায় তাঁরা স্বাগত জানাতে চলেছেন জাতীয় নেতাকে। গেরুয়া শিবির সূত্রের খবর, ২৭ জুন অমিত শাহকে স্বাগত জানাতে বিমানবন্দরে বিজেপি নেতা-কর্মীদের উন্মাদনার পাশাপাশি থাকবে বাংলার আকর্ষণীয় ধামসা-মাদলের সুর। সেখানে ফুলের তোড়া দিয়ে অমিত শাহকে বরণ করে নেবেন রাজ্য নেতারা। আর এর পরেই দলের সর্বভারতীয় সভাপতির কনভয় ছুটবে পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসের দিকে। বিজেপি সূত্রে আরো জানা গেছে, এই কনভয়ের পেছনে বাইক রালি করার কথা ছিল বাংলার গেরুয়া শিবিরের নেতাদের – কিন্তু নিরাপত্তাজনিত কারণে তা স্থগিত রাখা হয়েছে। বঙ্গ বিজেপি সূত্রে আরও খবর, ২৮ শে জুন তারাপীঠে পুজো দিতে যাওয়ার কথা রয়েছে অমিত শাহর। আর সেখানে কয়েকশো ঢাকের বাদ্য সহকারে তাঁকে স্বাগত জানানো হবে। এরপর সেদিনই পুরুলিয়ার কর্মী-সমর্থকরা সেই জেলার আদি ও অকৃত্রিম ছৌ নৃত্যের মধ্যে দিয়ে দলের জাতীয় সভাপতিকে সেখানে স্বাগত জানাতে তৈরি থাকবেন।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

অন্যদিকে অমিত শাহের এই বঙ্গ-সফরের মধ্য দিয়েই আগামী লোকসভা নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দেবে বঙ্গ বিজেপি। সূত্রের খবর, ২০১৪ লোকসভা নির্বাচনের সময় একটি নির্বাচনী কমিটির গঠন করা হয়েছিল বিজেপির তরফ থেকে। সেই কমিটির সদস্যদের নিয়েই আগামী লোকসভা নির্বাচনের রণকৌশল তৈরী করতে পোর্ট ট্রাস্টের ওই গেস্টহাউসেই একটি বৈঠক করবেন অমিত শাহ। কিন্তু, বর্তমানে পরিস্থিতি আলাদা, তাই কারা কারা ডাক পাবেন সেই বৈঠকে তা নিয়ে শুরু হয়েছে তীব্র জল্পনা। জানা গেছে, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যাঁদের আমন্ত্রণ জানাবেন তাঁরাই স্থান পাবেন সেই বৈঠকে। অন্যদিকে এ প্রসঙ্গে দলের একাংশের প্রশ্ন, সদ্যসমাপ্ত রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল করেছে বিজেপি, তাহলে এই বৈঠকে দলের পঞ্চায়েত নির্বাচন কমিটির সদস্যরা ডাক পাবেন না কেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শুধু বাংলার কৃষ্টিতে জাতীয় নেতাকে স্বাগত জানালে হবে না। এ রাজ্যের ভোট বাক্সে আদৌ পদ্ম ফুঠছে কিনা তার সদুত্তর পেলেই বঙ্গ বিজেপি নেতাদের উপর সন্তুষ্ট হবেন সর্বভারতীয় সভাপতি। আর বাংলার নেতাদের সেই পরীক্ষা নিতেই অমিত শাহর এই বঙ্গ সফর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!