এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপির “সোনার বাংলা” গঠনকে চ্যালেঞ্জ অভিষেকের, প্রশ্ন তুললেন “সোনার ভারত” নিয়ে!

বিজেপির “সোনার বাংলা” গঠনকে চ্যালেঞ্জ অভিষেকের, প্রশ্ন তুললেন “সোনার ভারত” নিয়ে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –বিজেপি বাংলার ক্ষমতা দখলের জন্য বর্তমানে উদগ্রীব হয়ে আছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে, তৃতীয়বার রাজ্যের ক্ষমতা দখল করতে। আর এই পরিস্থিতিতে 2021 এর বিধানসভা নির্বাচনের লড়াই জমজমাট হয়ে উঠেছে। বর্তমানে রাজ্যে ঊসে বিজেপির কেন্দ্রের হাইপ্রোফাইল নেতা-নেত্রীরা সোনার বাংলা গঠনে প্রতিশ্রুতি দিচ্ছেন। যার পাল্টা জবাব দিচ্ছে তৃণমূল কংগ্রেস। এতদিন কোথায় ছিলেন বিজেপি নেতারা, তা নিয়ে প্রশ্ন তুলতে দেখা যাচ্ছে ঘাসফুল শিবিরকে। শুধু তাই নয়, যারা বাংলা ভাষায় কথা বলতে পারে না, তারা কিভাবে সোনার বাংলা গঠন করবে! তার নিয়েও গেরুয়া শিবিরকে কটাক্ষ করছে তৃণমূল কংগ্রেস। আর এই পরিস্থিতিতে এবার পুরুলিয়ার জনসভা থেকে বিজেপির “সোনার বাংলা” গঠনকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আজ পুরুলিয়ায় একটি সভা করেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বক্তব্য রাখতে উঠে বিজেপি নেতাদের পক্ষ থেকে সোনার বাংলা গঠন নিয়ে আক্রমণ করেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “যারা বাংলা জানে না, বাংলা বলতে পারে না, তারা বলছে সোনার বাংলা গঠন করব! আগে বলুন, সোনার ভারত হয়নি কেন!” অর্থাৎ বিজেপির পক্ষ থেকে যখন নতুন করে বাংলা গঠন করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, তখন সারাদেশে এতদিন বিজেপি সরকার থাকলেও কেন দেশের মানুষ সুরক্ষিত নয়! সেই কথা তুলে ধরে পাল্টা কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাকে কেন্দ্র করে এখন সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।

পর্যবেক্ষকদের মতে, যত দিন যাচ্ছে, লড়াই ক্রমশ তীব্র থেকে তীব্রতর হয়ে উঠতে শুরু করেছে। একের পর এক বিজেপির হাইপ্রোফাইল নেতারা রাজ্যে এসে পরিবর্তনের পক্ষে ঝড় তুলেছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন, বিজেপি ক্ষমতায় এলে সোনার বাংলা গঠন করা হবে। তবে এবার সেই বিষয়টিকে তুলে ধরে পুরুলিয়ার সভা থেকে গেরুয়া শিবিরকে কার্যত আক্রমণে বিদ্ধ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাকে কেন্দ্র করে শাসক-বিরোধী তরজা আরও জোরালো হয়ে উঠবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!