এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > সাংসদ পদ থেকে ইস্তফা স্বপন দাশগুপ্তের, বাড়ছে জল্পনা!

সাংসদ পদ থেকে ইস্তফা স্বপন দাশগুপ্তের, বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –তিনি রাজ্যসভার বিজেপি সাংসদ। কিন্তু সম্প্রতি বিজেপির পক্ষ থেকে তাকে তারকেশ্বর বিধানসভার প্রার্থী করা হয়েছে। আর বিধানসভা নির্বাচনে লড়াই করতে হলে তাকে যে সাংসদ পদ থেকে ইস্তফা দিতে হবে, তা সকলেই জানেন। আর সেই মত করেই এবার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন তারকেশ্বরের বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত।

সূত্রের খবর, আজ রাজ্যসভার চেয়ারম্যানের কাছে নিজের ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। বলা বাহুল্য, এই স্বপন দাশগুপ্ত তারকেশ্বর বিধানসভায় বিজেপি প্রার্থী হওয়ার পরেই তাঁর সাংসদ পদ বাতিলের দাবিতে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। যেখানে সংবিধানের দশম তফসিলের কথা উল্লেখ করে এই ব্যাপারে স্বপন দাশগুপ্তের পদত্যাগের দাবি তুলতে দেখা গিয়েছিল তাকে‌। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে স্বপনবাবু কি পদক্ষেপ গ্রহণ করেন, তার দিকে তাকিয়েছিলেন সকলে। অবশেষে আজ রাজ্যসভার চেয়ারম্যানের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন এই বিজেপি সাংসদ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত সংবিধানের দর্শন তফসিলে উল্লেখ আছে যে, রাজ্যসভার কোনো মনোনীত সদস্য শপথ গ্রহণের ছয় মাস পর যদি অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেন, তাহলে তার সাংসদ পদ বাতিল হয়ে যাবে। এক্ষেত্রে 2016 সালের এপ্রিল মাসে শপথ নেন স্বপন দাশগুপ্ত। কিন্তু এখন বিজেপিতে যোগ দেওয়ার কারণে প্রার্থী হওয়ার জন্য তার রাজ্যসভার সাংসদ পদ বাতিলের দাবি তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

যার পরিপ্রেক্ষিতে পাল্টা রীতিমত মাস্টারস্ট্রোক দিয়ে সমস্ত নিয়ম মেনে সাংসদ পদ থেকে নিজের ইস্তফা পত্র চেয়ারম্যানের কাছে পাঠিয়ে দিলেন স্বপন দাশগুপ্ত। তবে তারকেশ্বর বিধানসভায় সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে বিধায়ক হিসেবে লড়াই করবার জন্য স্বপনবাবু কতটা সফলতা পান, সেদিকেই নজর থাকবে সকলের।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!