এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুরু থেকে শেষ, রাজনৈতিক হিংসা জারি দ্বিতীয় পর্যায়ের ভোটে, সৌজন্যে তৃণমূল ও বিজেপি

শুরু থেকে শেষ, রাজনৈতিক হিংসা জারি দ্বিতীয় পর্যায়ের ভোটে, সৌজন্যে তৃণমূল ও বিজেপি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দিনের শুরুতে যে উত্তেজনা দেখা গিয়েছিল নন্দীগ্রাম, কেশপুরে সেই একই উত্তেজনা দিনের শেষ মুহূর্ত পর্যন্ত রয়ে গেল। গতকাল থেকেই সংবাদ শিরোনামে উঠে এসেছিল কেশপুর। কড়া নিরাপত্তা সত্বেও রাজনৈতিক হিংসার খবর পাওয়া গিয়েছিল কেশপুর থেকে। সকালেও কেশপুরের বিজেপি প্রার্থীর গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে জানা গিয়েছে। আর শেষ বেলাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী শিউলি সাহার এজেন্টকে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

সূত্রের খবর, শিউলি সাহার পোলিং এজেন্ট হাবিবুর রহমান  যখন বুথে বুথে ঘুরছিলেন, তখনই তার ওপর চড়াও হয় বিজেপি কর্মী সমর্থকরা। হাবিবুর রহমানকে আঘাত করার পাশাপাশি শিউলি সাহার গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে। সূত্রের খবর, হাবিবুর রহমানের মাথা ফেটে গেছে। তাঁকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁকে দেখতে যান শিউলি এবং সেখান থেকেই তিনি সংবাদমাধ্যমে তাঁর ক্ষোভ উগরে দিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেন, এলাকাজুড়ে বিজেপি অত্যাচার চালাচ্ছে বলে পাশাপাশি নির্বাচন কমিশনকে জানিয়েও কোনো লাভ হবেনা বলে উক্তি করেন তৃণমূল প্রার্থী শিউলি সাহা। অন্যদিকে এদিন সকালে কেশপুরের বিজেপি প্রার্থীর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আর তার ঠিক উল্টো ছবি দেখা গেল সন্ধ্যের মুহূর্তে কেশপুরে। নন্দীগ্রামের ঘটনা নিয়ে ইতিমধ্যেই তৎপর হয়েছে নির্বাচন কমিশন। ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন সমস্ত রিপোর্ট করেছে।

নন্দীগ্রামের ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সরাসরি নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলেছেন। প্রথম থেকেই অবশ্য তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে, নির্বাচন কমিশন অতিরিক্ত সুবিধা পাইয়ে দিচ্ছে গেরুয়া শিবিরকে। আবার অনেক ক্ষেত্রে বলা হয়েছে গেরুয়া শিবিরের অঙ্গুলিহেলনে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। বিশেষজ্ঞ মহলের দাবী, সব মিলিয়ে নির্বাচন কমিশন যতই চেষ্টা চালাক না কেন, যতই আশ্বাসবাণী দিক না কেন শান্তিপূর্ণভাবে ভোট করার, দিনের শেষে দেখা গেল নির্বাচন কমিশনের আশ্বাসবাণী প্রহসনে পরিণত হল। রাজনৈতিক হিংসার হাত থেকে কিন্তু এবারেও রেহাই পাওয়া গেল না।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!