এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হঠাৎ করেই মুর্শিদাবাদ সফর বাতিল মুখ্যমন্ত্রীর, জেনে নিন কারণ

হঠাৎ করেই মুর্শিদাবাদ সফর বাতিল মুখ্যমন্ত্রীর, জেনে নিন কারণ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ৩০ সে সেপ্টেম্বর উপনির্বাচন রয়েছে ভবানীপুরে। সেদিন নির্বাচন রয়েছে আরও দুটি কেন্দ্রে। যা হল মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর ও সামসেরগঞ্জ। বিধানসভা নির্বাচনের সময়ে এই দুই কেন্দ্রে প্রার্থীদের মৃত্যুর কারণে ভোট বন্ধ রাখা হয়েছিল। এবার এই দুই কেন্দ্রে হতে চলেছে নির্বাচন। আগামী ২২ সে ও ২৩ সে সেপ্টেম্বর জঙ্গিপুর ও সামসেরগঞ্জে প্রচারের সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এই উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর প্রায় নিশ্চিত ছিল, বলা চলে। কিন্তু শেষপর্যন্ত মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর বাতিল করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ভবানীপুর থেকে উপনির্বাচনে লড়াই করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর ছাড়াও জঙ্গিপুর ও সামশেরগঞ্জ কেন্দ্রে ভোটের প্রচারের জন্য মুখ্যমন্ত্রী যাবেন, এমনটা স্থির হয়েছিল। তবে, এবার বাতিল করে দিলেন তিনি এই সফর।  জঙ্গিপুরের তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি ও তৃণমূল সাংসদ খলিলুর রহমান জানিয়েছেন যে, মুখ্যমন্ত্রী ভোটের প্রচারে মুর্শিদাবাদে আসছেন না। তাই নিজেরাই ভোটের প্রচারে নামবেন তাঁরা। রাজ্য নেতৃত্তের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। রাজ্য নেতৃত্বের নির্দেশে তাঁরা ভোটের প্রচারে নামবেন।

হঠাৎ কেন এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? জানা যাচ্ছে, নির্বাচন কমিশনের নির্দেশ মেনে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, করোনা সংক্রমণ এখনো রাজ্যে রয়েছে। এই সময় যদি মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে যান, তবে মুখ্যমন্ত্রীকে দেখতে বহু মানুষের ভিড় হতে পারে। দলের সমর্থক ছাড়াও সাধারণ মানুষও সেখানে উপস্থিত হতে পারেন, যা থেকে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা আছে। এ কারণেই মুর্শিদাবাদ সফর বাতিল করেছেন তিনি। আবার নির্বাচন কমিশনের পক্ষ থেকেও বেশ কিছু নির্দেশ দেয়া হয়েছে। রাজ্যে করোনা সংক্রমণ থাকার কারণে পরিষ্কার ভাবে জানানো হয়েছে যে, জনসমাগম থেকে বিরত থাকতে। তাই সে ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে গেলে প্রচুর সমাগম হওয়ার সম্ভাবনা আছে। এ কারণে মুর্শিদাবাদ সফর বাতিল করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!