এখন পড়ছেন
হোম > রাজ্য > শুভেন্দু অদিকারী মালদা বিরোধী শূন্য করার পরিপ্রেক্ষিতে পাল্টা দিলেন মৌসম বেনজির নূর

শুভেন্দু অদিকারী মালদা বিরোধী শূন্য করার পরিপ্রেক্ষিতে পাল্টা দিলেন মৌসম বেনজির নূর


মঙ্গলবার ছিলো মালদহ জেলা কংগ্রেস কার্যালয়ে নির্বাচন পরবর্তী সাংগঠনিক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন জেলার সাংসদ মৌসম বেনজির নূর সহ  জেলার দলীয় অন্যান্য নেতা ও কর্মীরা। বৈঠকের শেষে সাংসদ বললেন, ”জেলার প্রায় ২০ শতাংশ পঞ্চায়েত ত্রিশঙ্কু হয়ে আছে। সংশ্লিষ্ট পঞ্চায়েতগুলিতে কংগ্রেসই ফ্যাক্টর। ওই আসনগুলি কিভাবে নিজেদের দখলে আনা যা তা নিয়ে আলোচনা হয়েছে।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এরপরেই জেলার তৃণমূল কংগ্রেস নির্বাচন পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে এই কংগ্রেস সাংসদ বললেন, ” সন্ত্রাস করেও যে সব আসনে জিততে পারেনি সেখানে বিরোধীদের নির্বাচিত সদস্যদের ভয় দেখিয়ে কিংবা টাকার প্রলোভন দেখিয়ে নিজেদের দলে টানছে শাসকদল। আসলে জনভিত্তি নেই বলেই ওরা নোংরা রাজনীতির খেলায় নেমেছে ওরা। তবে পঞ্চায়েত ও লোকসভা ভোট, দুটো নির্বাচন সম্পূর্ণ আলাদা। মানুষ ভোট দিতে পারে তৃণমূলকে সমুচিত্‍ জবাব দিয়ে দেবে।” প্রসঙ্গত, নির্বাচন পরর্বতী দলের সাংগঠনিক  বৈঠক করতে মালদহ জেলায় উপস্থিত হলেন শুভেন্দু বাবু। এদিনের বৈঠক সভা থেকে শুভেন্দু বাবু বললেন,  ”জেলার যে পঞ্চায়েতগুলি ত্রিশঙ্কু হয়ে রয়েছে সেগুলি আমরাই দখল করব। এখনও হাতে সময় রয়েছে। বিরোধীদের অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগও করছেন। মুর্শিদাবাদের কায়দায় মালদহকেও আমরা বিরোধী শূন্য করে দেব।”

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!