এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিভিন্ন প্রান্তে আটকে পড়া বাঙালিদের জন্য সুখবর! ১০৫ টি ট্রেনের ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী

বিভিন্ন প্রান্তে আটকে পড়া বাঙালিদের জন্য সুখবর! ১০৫ টি ট্রেনের ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী


হঠাৎ করেই দেশে করোনা পরিস্থিতির আবহে সমস্ত হিসেব-নিকেশ উল্টে যায়। পরিস্থিতি সামাল দিতে দেশজুড়ে শুরু হয়ে যায় লকডাউন। সেই লকডাউন এখন চতুর্থ পর্যায়ে চলছে। কিন্তু করোনা আসার আগেই বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যের থেকে পর্যটন শিল্পে উৎসাহ দিতে অনেকেই বেরিয়ে পড়েন। কিন্তু পরিস্থিতি বিগড়ে যাওয়ায় তাঁরা আর ফিরতে পারেননি। রয়ে যান গন্তব্যস্থলেই। এই অবস্থায় বাইরে আটকে থাকা মানুষরা প্রত্যেকেই অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে সময় কাটাতে বাধ্য হন বলে জানা গেছে।

এবার সেই সব মানুষদের ফিরিয়ে আনার জন্য ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে। এ রাজ্যের বাসিন্দাদের ফিরিয়ে আনার জন্য 105 টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে এদিন মুখ্যমন্ত্রী দাবি করেন টুইটারে। সেখানে তিনি লেখেন, “দেশের বিভিন্ন অঞ্চলে আটকে পড়া আমাদের সমস্ত লোকজন ও যারা বাংলায় ফিরে আসতে চায়, তাদের সহায়তা করার বিষয়ে আমাদের প্রতিশ্রুতি ছিল। আমি ঘোষণা করে খুশি হচ্ছি যে আমরা ১০৫টি অতিরিক্ত বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছি। আগামী দিনে এই বিশেষ ট্রেনগুলি আমাদের রাজ্যের বাসিন্দাদের ঘরে ফেরাবে। দেশের বিভিন্ন রাজ্য থেকে ট্রেনগুলি ছাড়বে ও রাজ্যের বিভিন্ন গন্তব্যে পৌঁছবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বেশ কিছুদিন ধরেই পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছিল জোরদার জল্পনা। এই নিয়ে কেন্দ্র এবং রাজ্যের বাদানুবাদ স্পষ্ট হয়ে উঠেছে ইতিমধ্যে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর মধ্যেই রাজ্যের উপর দোষারোপ করে চিঠি লিখেছেন। অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মিথ্যা কথা বলে এই চিঠি লিখেছেন। সর্বোপরি রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, আগামী 30 শে জুন অব্দি শ্রমিক স্পেশাল ট্রেন এবং অন্যান্য যাত্রীবাহী ট্রেন ছাড়া বাকি সমস্ত ট্রেনের বুকিং ক্যানসেল করে দেওয়া হয়েছে।

তবে রেল কর্তৃপক্ষ যে টিকিট ক্যানসেল করে প্রত্যেক যাত্রীদের একাউন্টে টাকা ফেরত দেবে সে ব্যাপারে নিশ্চিত করেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। তাঁদের তরফ থেকে জানানো হয়েছে, 13 ই মে থেকে অনলাইন বুকিং এর মাধ্যমে যাঁরা টিকিট কেটেছেন, তাঁদের গন্তব্যস্থলের পূর্ণ বিবরণ নথিভুক্ত করা হয়েছে আইআরসিটিসি পক্ষ থেকে। কারণ, ভবিষ্যতে যদি কন্ট্রাক্ট ট্রেসিংয়ের প্রয়োজন পড়ে, তাহলে এই তথ্য ভীষণভাবে কাজে লাগবে। যে ট্রেনগুলো চলছে বর্তমানে, সেগুলির তালিকা পেতে ক্লিক করুন এখানে https://www.wb.gov.in/pdf/Train_Schedule.pdf।

অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, পরিযায়ী শ্রমিক ও সাধারণ মানুষকে ঠিকভাবে ঘরে ফেরানোর ব্যবস্থা করাই উচিত কিন্তু তাই নিয়ে রাজনৈতিক বিবাদ চালানোটা সাধারণ মানুষ যে ভালো ভালো চোখে দেখবেন না, সে ব্যাপারে নিশ্চিত তাঁরা। অন্যদিকে বিশেষজ্ঞদের একাংশের মতে, এখন যেভাবে বিভিন্ন রাজ্যে করোনা সংক্রমণ ছড়িয়েছে, তাতে দলে দলে এই রাজ্যে শ্রমিকদের ফেরাতে গেলে এবং অন্যান্য যাত্রীদের ফেরাতে গেলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!