এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভোট মিটতেই গুলিবিদ্ধ তৃণমূল নেতা, ব্যাপক গোষ্ঠীকোন্দলের ছায়া ঘাসফুল শিবিরে

ভোট মিটতেই গুলিবিদ্ধ তৃণমূল নেতা, ব্যাপক গোষ্ঠীকোন্দলের ছায়া ঘাসফুল শিবিরে


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – পুরভোটের রাতেই গুলিবিদ্ধ হলেন তৃণমূল নেতা। গুরুতর আহত অবস্থায় নিয়ে যাওয়া হল এসএসকেএম হাসপাতালে। দক্ষিণ২৪ পরগনার উস্তি থানার অন্তর্গত উত্তর কুসুম এলাকায় এই ঘটনা ঘটেছে। আহত হয়েছেন তৃণমূলের মগরাহাট এক অঞ্চল সভাপতি সুজাউদ্দিন গাজী।

গতকাল রাতে বাইকে করে বাড়ি ফেরার সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। জানা গেছে ৩-৪ রাউন্ড গুলি ছোড়া হয়েছিল। তাঁর পায়ে, পেটে, পিঠে গুলি লাগে। প্রথমে তাকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু অবস্থার অবনতি ঘটায় এসএসকেএম হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই ঘটনায় অভিযুক্ত করা হয়েছে তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার অনুগামীদের। জানা যাচ্ছে কিছুদিন আগে মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা তৃণমূল নেতা সুজাউদ্দিন গাজীকে একসঙ্গে কাজ করার কথা বলেছিলেন। তবে, সুজাউদ্দিন গাজী তার সঙ্গে কাজ না করে স্থানীয় প্রধানের সঙ্গে কাজ করেছিলেন। এরপরই তাকে মেরে ফেলার হুমকি দেয়া হয়েছে বলে, অভিযোগ উঠেছে।

অনুমান করা হচ্ছে, এই হুমকির পরেই গতকাল রাতে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। তবে তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। গতকাল রাতে এই ঘটনায় এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশে ছড়িয়ে পড়ে। গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উস্তি থানার পুলিশ। পুলিশই উদ্ধার করে রক্তাক্ত তৃণমূল নেতাকে। এরপর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!