এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা সংক্রমনের মধ্যে রাজ্যে হানা ব্ল্যাক ফাঙ্গাসের, সংক্রমণে মৃত্যু এক মহিলার

করোনা সংক্রমনের মধ্যে রাজ্যে হানা ব্ল্যাক ফাঙ্গাসের, সংক্রমণে মৃত্যু এক মহিলার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কথায় বলে বিপদ কখনও একা আসে না। করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন দেশ বিপর্যস্ত, সেসময়ে দেশে হানা দিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস। অন্যান্য কিছু রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গেও শুরু হয়েছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। এখনো পর্যন্ত রাজ্যে মোট পাঁচজন মানুষ আক্রান্ত হয়েছেন ব্ল্যাক ফাঙ্গাসে। আর এই পরিস্থিতিতে ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমণে মৃত্যু ঘটলো এক মহিলার। হরিদেবপুরের এক বাসিন্দা প্রথমে করোনা পরে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শম্পা রায় চৌধুরী নামে এক মহিলা বেশ কিছুদিন থাকে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তি ছিলেন। ডায়াবেটিসের সমস্যাতে জর্জরিত ছিলেন তিনি। গতকাল তাঁর মৃত্যু ঘটেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩২ বছর। এদিকে এখনো পর্যন্ত রাজ্যের মোট ৫ জন ব্যক্তির শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমনের কথা জানা যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সদ্য করোনামুক্ত হবার পর শম্পা রায় চৌধুরী কিছুদিন আগেই শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি ঘটতে থাকে। ব্ল্যাক ফাঙ্গাসের প্রতিষেধক অ্যাম্ফোটেরাইসিন বি ওষুধ তাঁকে দেয়া হয়েছিল। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। চিকিৎসকদের চেষ্টা বিফল করে দিয়ে গতকাল তার মৃত্যু ঘটেছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী হিসেবে ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে চিঠি দিয়ে রাজ্যগুলিকে সতর্ক করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ব্ল্যাক ফাঙ্গাস সম্পর্কে সর্বদা কেন্দ্রকে তথ্য দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে রাজ্যগুলিকে। পাঠানো হয়েছে নির্দেশিকা। এ বিষয়ে প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন। সাধারণত ডায়াবেটিস রোগে আক্রান্তদের আশঙ্কা থাকে ব্ল্যাক ফাঙ্গাসের। করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমনের যথেষ্ট সম্ভাবনা থাকে। চিকিৎসকরাও এ বিষয়ে সতর্ক হতে বলেছেন সকলকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!