বিজেপি নেতার জালিয়াতিতে মানচিত্র বিভ্রাট বলে মামলা পর্ষদের বিশেষ খবর রাজ্য December 2, 2017 মাধ্যমিক টেস্টের ভূগোলের প্রশ্নপত্রে ভারতের মানচিত্র বিভ্রাট নিয়ে তুলকালাম চলছে রাজ্য রাজনীতিতে। উল্লেখ্য ইতিমধ্যেই বিজেপি রাজ্য দফতরে সাংবাদিক সম্মেলন করে বিজেপির রাজ্য শিক্ষা সেল দাবি করে, তৃণমূল সেকেন্ডারি টিচার্স অ্যাসোসিয়েশন এই ‘ভুল’ ম্যাপ সরবরাহ করেছিল এবং তাতে নাকি পর্ষদের জলছাপ ছিল। সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি রাজ্য সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় জানান, ইতিহাসকে বিকৃত করা মানচিত্র নিয়ে আমরা মানবসম্পদ উন্নয়নমন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারে বিবৃতি দিন। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার সরাসরি বিজেপির বিরুদ্ধে আইনি পথেই হাঁটতে চলেছে পর্ষদ, বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করতে চলেছে পর্ষদ বলে সূত্রের খবর। এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, প্রশ্ন বিভ্রাট কাণ্ডে পর্ষদের কোনও দোষ নেই, রাজ্যকে বেকায়দায় ফেলতে এসব বিজেপির চক্রান্ত। এ ধরনের কোনও মানচিত্র পর্ষদ প্রকাশ করেনি, আর মানচিত্রে পর্ষদের কোনও জলছাপও নেই, সবই বিজেপির চক্রান্ত। পর্ষদ পুরো বিষয়টি খতিয়ে দেখছে, পুরো বিষয়টি বিভাগীয় তদন্ত সাপেক্ষে পর্ষদ যথোপযুক্ত ব্যবস্থা নেবে, দোষীরা কেউই ছাড় পাবে না। অন্যদিকে পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় উদ্দেশ্য প্রণোদিতভাবে জালিয়াতি করে এই কাণ্ড ঘটিয়েছেন, ভুগোল প্রশ্নপত্রে মানচিত্র বিকৃত করেছেন। আপনার মতামত জানান -