উত্তরপ্রদেশে ১৬টার মধ্যে ১০টি পুরনিগমেই সংখ্যাগরিষ্ঠতা নেই বিজেপির জাতীয় বিশেষ খবর December 2, 2017 সামনে এল উত্তরপ্রদেশের পুরনির্বাচনের সামগ্রিক ফলাফল। এলাহাবাদ ও ফিরোজাবাদ বাদে বাকি ১৪ টি পুরনিগমেই একক সংখ্যাগরিষ্ঠ দলের মর্যাদা পেল বিজেপি। কিন্তু ১৬ টি পুরনিগমের মধ্যে ১০ টিতেই বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নেই, সেখানে বিরোধীদের সবার সম্মিলিত আসন সংখ্যা বিজেপির থেকে বেশি, কাজেই ওই ১০ টি পুরনিগমে বৃহত্তর বিরোধী জোট হলে বোর্ড হাতছাড়া হবে বিজেপির। কিন্তু যেহেতু ওই ১০ টি পুরনিগমেই নির্দল সহ অন্যান্যরা বেশ কিছু ওয়ার্ডে জয়ী হয়েছেন, তাই তাঁদের সমর্থনে বোর্ড গড়তে পারে বিজেপি বলে রাজনৈতিক মহলের ধারণা। শেষ পর্যন্ত পাওয়া ফলাফল নিম্নরূপ – কানপুর (বিজেপির সংখ্যাগরিষ্ঠতা) বিজেপি – ৫৮ কংগ্রেস – ১৮ সপা – ১২ বসপা – ৩ অন্যান্য – ১৯ লখনউ (বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নেই) বিজেপি – ৫৩ কংগ্রেস – ৬ সপা – ২৬ বসপা – ২ অন্যান্য – ১৩ গাজিয়াবাদ (বিজেপির সংখ্যাগরিষ্ঠতা) বিজেপি – ৫৭ কংগ্রেস – ১৫ সপা – ৫ বসপা – ১৩ অন্যান্য – ১০ আগ্রা (বিজেপির সংখ্যাগরিষ্ঠতা) বিজেপি – ৫৩ কংগ্রেস – ২ সপা – ৫ বসপা – ২৭ অন্যান্য – ১৩ বারাণসী (বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নেই) বিজেপি – ৩৯ কংগ্রেস – ২১ সপা – ১৪ বসপা – ২ অন্যান্য – ১৩ মীরাট (বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নেই) বিজেপি – ৩৬ কংগ্রেস – ২ সপা – ৪ বসপা – ২৮ অন্যান্য – ২০ এলাহাবাদ (বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নেই) বিজেপি – ২২ কংগ্রেস – ১১ সপা – ২৪ বসপা – ৩ অন্যান্য – ২০ বরেলি (বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নেই) বিজেপি – ৩৭ কংগ্রেস – ১ সপা – ২৮ বসপা – ১ অন্যান্য – ১৩ আলিগড় (বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নেই) বিজেপি – ৩৫ কংগ্রেস – ২ সপা – ১৮ বসপা – ২১ অন্যান্য – ৪ মোরাদাবাদ (বিজেপির সংখ্যাগরিষ্ঠতা) বিজেপি – ৩৫ কংগ্রেস – ১০ সপা – ১৬ বসপা – ৪ অন্যান্য – ৫ সাহারানপুর (বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নেই) বিজেপি – ২৮ কংগ্রেস – ২ সপা – ৪ বসপা – ৯ অন্যান্য – ২৭ গোরক্ষপুর (বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নেই) বিজেপি – ২৭ কংগ্রেস – ২ সপা – ১৮ বসপা – ৫ অন্যান্য – ১৮ ফিরোজাবাদ (বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নেই) বিজেপি – ১৯ কংগ্রেস – ১ সপা – ১১ বসপা – ১০ অন্যান্য – ২৯ মথুরা (বিজেপির সংখ্যাগরিষ্ঠতা) বিজেপি – ৪১ কংগ্রেস – ৮ সপা – ৪ বসপা – ৬ অন্যান্য – ১১ ঝাঁসি (বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নেই) বিজেপি – ২১ কংগ্রেস – ৬ সপা – ৩ বসপা – ১১ অন্যান্য – ১৯ অযোধ্যা (বিজেপির সংখ্যাগরিষ্ঠতা) বিজেপি – ৪৮ কংগ্রেস – ০ সপা – ৯ বসপা – ০ অন্যান্য – ৩ আপনার মতামত জানান -