এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আইকোর কাণ্ডে সিবিআই তলব নিয়ে মুখ খুললেন পার্থ, জেনে নিন, কি বললেন তিনি!

আইকোর কাণ্ডে সিবিআই তলব নিয়ে মুখ খুললেন পার্থ, জেনে নিন, কি বললেন তিনি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই তৃণমূলের নেতাকর্মীদের বিড়ম্বনা বাড়তে শুরু করেছে‌। একের পর এক হেভিওয়েট তৃণমূলের শীর্ষ নেতাদের জেরার জন্য ডেকে পাঠাতে শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মদন মিত্রের পর এবার আইকোর মামলায় তরফ করা হয়েছে তৃণমূল মহাসচিব তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় এখন রীতিমত অস্বস্তি বেড়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্বের। তবে সিবিআইয়ের পক্ষ থেকে তাকে তলব করা নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

সূত্রের খবর, এদিন এই বিষয়ে পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হয়। আর সেখানেই এর জবাব দেন তিনি। তৃণমূল মহাসচিব বলেন, “আমার কাছে এখনও এরকম কোনো খবর আসেনি। যদি আমাকে কেউ তলব করে, আমি নিশ্চয়ই যাব। তবে আমি এমন কোনো কাজ করিনি। বহু অর্থ ছেড়ে আমি রাজনীতিতে এসেছি। মন্ত্রী হিসেবে কেউ কোথাও ডাকলে যেতেই পারি। কিন্তু এর সঙ্গে বিতর্ক খোঁজা বৃথা।” অর্থাৎ সিবিআইয়ের পক্ষ থেকে তাকে ডাকা হলেও, তিনি যে এই বিষয় নিয়ে মোটেও চিন্তিত নন, তা নিজের বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন তৃণমূল মহাসচিব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলতে শুরু করেছেন, আসলে তৃণমূল কংগ্রেস এখন অত্যন্ত চাপে রয়েছে। একদিকে বিজেপিকে মোকাবিলা এবং অন্যদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে একের পর এক হেভিওয়েট নেতাদের তলব করা হচ্ছে। স্বাভাবিক ভাবেই অস্বস্তি বাড়ছে ঘাসফুল শিবিরের। আর এই পরিস্থিতিতে দলের একদম শীর্ষস্তরের নেতা তথা মহাসচিবকে তলব রীতিমত অস্বস্তি বাড়িয়ে দিয়েছিল। কিন্তু এবার সেই ব্যাপারে বিবৃতি দিয়ে তিনি যে কোনো অপরাধমূলক কাজ করেননি, তা বুঝিয়ে দিলেন পার্থ চট্টোপাধ্যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!