এখন পড়ছেন
হোম > রাজ্য > এবার মামলা থেকে রেহাই পেতে কলকাতা হাইকোর্টে আবেদন জানালেন মুকুল রায়

এবার মামলা থেকে রেহাই পেতে কলকাতা হাইকোর্টে আবেদন জানালেন মুকুল রায়


এবার মামলা থেকে রেহাই পেতে কলকাতা হাইকোর্টে আবেদন জানালেন মুকুল রায়। বিজেপিতে যোগ দেবার পর থেকেই নানা মামলায় তার নাম জড়িয়েছে। এবার এক মামলা থেকে তাঁর নাম বাদ দেবার আবেদন জানালেন বিজেপির মুকুল রায়। না বিশ্ব বাংলা নিয়ে নয়। ঋতব্রত কাণ্ডে তাঁর নাম জড়িয়েছিল মুকুল বাবুর। সিপিএম থেকে বহিষ্কৃত সাংসদ ঋতব্রতর বিরুদ্ধে বালুরঘাট থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন নম্রতা দত্ত। আর এরপরেই অভিযোগ ওঠে তখন ঋতব্রতর বান্ধবী বর্তমানে সাংসদের স্ত্রী দুর্বা সেন নম্রতাকে হুমকি দিচ্ছেন আর এই দুর্বাই হলেন নাকি মুকুল রায়ের ঘনিষ্ঠ। ফের নম্রতা বালুরঘাট থানায় মুকুল রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন৷ তাঁর অভিযোগ ছিল তাঁকে মুকুল রায়ের নাম করে হুমকি দেওয়া হচ্ছে।
এই অভিযোগের ভিত্তিতে মুকুল রায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য মোট পাঁচটি ধারায় মামলা দায়ের করা হয়। যদিও ব্যাপারটি এখন সিআইডি’র হাতে চলে গেছে। এর এবার তা থেকে মুক্তি পেতেই এই আবেদন। কেননা মুকুল রায়ের বক্তব্ব্য যে এর ফলে বার বার তাঁর নাম উঠে আসায় তাঁর ভাবমূর্তি নষ্ট হচ্ছে৷ এখন দেখার আদালত কি বলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!