এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূল সুপ্রীমোর পর এবার দিল্লী সফর শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের, মমতার ওপর চাপ বাড়ানোই কি আসল উদ্দেশ্য?

তৃণমূল সুপ্রীমোর পর এবার দিল্লী সফর শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের, মমতার ওপর চাপ বাড়ানোই কি আসল উদ্দেশ্য?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত এক সপ্তাহ যাবত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর নিয়ে রাজনৈতিক আলোচনা ছিল তুঙ্গে। কার্যত রাজ্যের মুখ্যমন্ত্রীর দিল্লি সফর সর্বভারতীয় রাজনীতিতে অন্যতম উল্লেখযোগ্য ঘটনা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এবারের দিল্লি সফরে মুখ্যমন্ত্রী যেমন প্রশাসনিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ও সড়ক এবং পরিবহণ মন্ত্রীর সঙ্গে, ঠিক সেরকমই আগামীদিনের পরিকল্পনাকে বাস্তবায়িত করতে বিভিন্ন বিরোধী দলের নেতা নেত্রীর সঙ্গে তিনি বৈঠক করেছেন। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় ফিরেছেন রাজ্যে। কার্যত তৃণমূল নেত্রী দিল্লি থেকে ফিরে আসার পরেই এবার আবার দিল্লি চলোর প্রস্তুতি। তবে এবার তৃণমূল নয়, বিজেপির পালা দিল্লী যাবার।

শোনা যাচ্ছে, কিছুদিনের মধ্যেই দিল্লি যেতে চলেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে জানা গিয়েছে আলাদা আলাদাভাবে বিজেপির দুই শীর্ষ নেতৃত্ব দিল্লি যাবেন। অন্যদিকে আলাদা আলাদাভাবে দিল্লী যাওয়া নিয়েও তৃণমূলের পক্ষ থেকে বিজেপির জন্য তীব্র কটাক্ষ শোনা যাচ্ছে। সূত্রের খবর, রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে এবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে নালিশ জানাতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির প্রায় 10 জন বিধায়ক। একইসাথে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ভেঙে পড়ছে, তাই নিয়ে একাধিক বিষয় তুলে ধরবেন শুভেন্দু সহ অন্যান্য বিধায়করা রাস্ট্রপতির সম্মুখে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে জানা যাচ্ছে, বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষও দিল্লি যেতে চলেছেন কিহুদিনের মধ্যেই। কার্যত তিনি দেখা করবেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। এবং একই বিষয়ে আলোচনা চালাবেন প্রধানমন্ত্রীর সাথে। অর্থাৎ পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ভেঙে পড়া এবং ভোট পরবর্তী রাজনৈতিক হিংসায় বিজেপি কর্মীদের আক্রান্ত হওয়ার অভিযোগ নিয়ে দিলীপ ঘোষের দিল্লী সফর। তাঁর সঙ্গে দিল্লি যেতে চলেছেন, বাংলার বিজেপি সাংসদরা বলে শোনা যাচ্ছে।

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, আর কয়েক দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের দিন। রাজনৈতিক মহলের একাংশের দাবি, রাজ্য সরকারের ওপর চাপ সৃষ্টি করার কারণেই বঙ্গ বিজেপির দুই শীর্ষ নেতৃত্বের দিল্লি সফর। কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাইভোল্টেজ দিল্লি সফরের পর বঙ্গ বিজেপি নেতাদের দিল্লি সফর কি আদৌ সর্ব ভারতীয় রাজনীতিতে চাঞ্চল্য তৈরি করতে পারবে? প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে সেই উত্তর পেতে গেলে অপেক্ষা করতে হবে আরো বেশ কিছুদিন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!